নয়াদিল্লি, 3 অগস্ট : একটি ধাপ পার করলেই 49 বছর পর অলিম্পিকস ফাইনালে পা রাখা সম্ভব হত ৷ প্রতিপক্ষ দুরন্ত বেলজিয়াম তাতে বাধা হয়ে দাঁড়ায় ৷ অলিম্পিকস ফাইনাল খেলার স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গিয়েছে ৷ সোনার জেতার আশা শেষ ৷ হতাশায় ভেঙে পড়েছে ভারতীয় হকি দল ৷ টিভির পর্দায় সেই দৃশ্য দেখে ছেলেদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেমিফাইনালে হারলেও মনপ্রীতদের নিয়ে দেশবাসী কতটা গর্বিত তা মনে করিয়ে দিলেন ৷
অলিম্পিকসে ভারত বনাম বেলজিয়াম পুরুষ হকি দলের লড়াই উপভোগ করতে টিভির সামনে বসে পড়েছিলেন প্রধানমন্ত্রী ৷ ভারত যখন 2-1 গোলে এগিয়ে তখন টুইট করেন তিনি ৷ লেখেন, "ভারত বনাম বেলজিয়াম হকির সেমিফাইনালের খেলা দেখছি ৷ ভারতের খেলা এবং স্কিল দেখে গর্ব অনুভব হচ্ছে ৷" কিন্তু খেলার মোড় ঘুরে যায় কিছুক্ষণের মধ্যেই ৷ 2-1 গোলের ব্যবধানে এগিয়ে থাকা ভারত ম্যাচ হেরে যায় 2-5 গোলে ৷ ম্যাচ চলাকালীন যেমন উৎসাহ বাড়িয়েছিলেন, ম্যাচের পর মনপ্রীতদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী ৷