টোকিয়ো, 30 জুলাই : জাপানি বাধা পার করে শেষ চারে পৌঁছেছেন ৷ তাও আবার লোকাল ফেভারিট আকানে ইয়ামাগুচিকে হারিয়ে ৷ দেশের তারকা শাটলার পিভি সিন্ধু বলছেন, ইয়ামাগুচির বিরুদ্ধে ভুল না করে স্ট্র্যাটেজি অনুযায়ী এগিয়েছেন ৷ তাই সাফল্য পেয়েছেন ৷ সেমিফাইনালে সিন্ধুর সামনে আরও বড় বাধা ৷ বলতে গেলে অলিম্পিকসে টানা দ্বিতীয় পদক আর সিন্ধুর মধ্যে বড় বাধা হতে চলেছেন প্রতিপক্ষ তাই জু ইং ৷ আগামীকাল এই চিনা তাইপের প্রতিযোগীর বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াই সিন্ধুর ৷
ব্যাডমিন্টন বিশ্বে পিভি সিন্ধু বনাম তাই জু ইং দ্বৈরথের আলাদা কদর রয়েছে ৷ রিও অলিম্পিকসে সিন্ধুর সোনা জয়ে বাধা হয়েছিলেন স্পেনের ক্যারোলিনা মারিন ৷ চোটের কারণে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবারের অলিম্পিকসে নেই ৷ কিন্তু তাই জু আছেন ৷ এই চিনা তাইপের প্রতিযোগীর বিরুদ্ধে সিন্ধুর রেকর্ড খুব একটা ভাল নয় ৷ দু‘জনে মোট 18 বার মুখোমুখি হয়েছেন ৷ তার মধ্যে 13 বার হারের মুখ দেখতে হয়েছে সিন্ধুকে ৷ সিন্ধু দাপটে তাই জু বধ হয়েছেন মাত্র পাঁচবার ৷ সিন্ধুর কথায়, ব্যাডমিন্টন বিশ্বের সবচেয়ে চতুর খেলোয়াড় তাই জু ইং ৷