পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : হকির সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ; টুইট মমতারও - হকিতে ব্রোঞ্জ ভারতের

হকিতে 41 বছর পর ভারতের ঘরে অলিম্পিকস পদক এসেছে ৷ মনপ্রীত সিংদের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

hockey
hockey

By

Published : Aug 5, 2021, 10:59 AM IST

Updated : Aug 5, 2021, 11:13 AM IST

নয়াদিল্লি, 5 অগস্ট : 75তম স্বাধীনতা দিবসের আগেই অলিম্পিকসের মঞ্চে উড়ছে তেরঙ্গা ৷ টোকিয়োয় একের পর এক সাফল্যে দেশকে গর্বিত করছেন ভারতীয় খেলোয়াড়রা ৷ আজ হকিতে ব্রোঞ্জ জিতেছে ভারত ৷ হকিতে 41 বছর পর ভারতের ঘরে অলিম্পিকস পদক এসেছে ৷ মনপ্রীত সিংদের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে লিখলেন, "এটাই নতুন ভারত ৷ আত্মবিশ্বাসে ভরপুর ভারত ৷" ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

ব্রোঞ্জ জেতার লক্ষ্যে নেমে প্রতিপক্ষ জার্মানিকে এক ইঞ্চিও জমি ছেড়ে দেননি দেশের ছেলেরা ৷ বারবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছেন ৷ আত্মবিশ্বাস টাল খায়নি ৷ চোখে চোখ রেখে লড়াই করেছে ভারত ৷ শেষমেশ 5-4 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নীল জার্সিধারীরা ৷ ম্যাচ দেখতে হয়ত আগের দিনের মতোই টিভির সামনে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাই রেফারি শেষ বাঁশি বাজাতেই টুইটারে মোদির শুভেচ্ছাবার্তা ভেসে ওঠে ৷ লেখেন, "ঐতিহাসিক ! এমন একটা দিন যা প্রতিটি ভারতীয়র স্মৃতিতে থেকে যাবে ৷ ব্রোঞ্জ নিয়ে আসার জন্য পুরুষ হকি দলকে শুভেচ্ছা ৷ এই সাফল্যে তাঁরা গোটা দেশের কল্পনাকে ধারণ করেছে ৷ বিশেষ করে যুব সমাজের প্রেরণা এই সাফল্য ৷ তোমাদের জন্য গর্বিত দেশ ৷"

পরে হিন্দিতে আরও একটি টুইট করেন তিনি ৷ যেখানে আত্মবিশ্বাসে ভরপুর মনপ্রীতদের যুব সমাজের অনুপ্রেরণা বলেছেন তিনি ৷ প্রধানমন্ত্রী লেখেন, "প্রফুল্লিত ভারত ! প্রেরিত ভারত ! গর্বিত ভারত ! টোকিয়োয় হকি দলের এই দারুণ জয় গোটা দেশের গর্ব ৷ এটাই নতুন ভারত ৷ আত্মবিশ্বাসে ভরপুর ভারত ৷ হকি দলকে আবারও অভিনন্দন এবং শুভকামনা জানাই ৷"

শুভেচ্ছা বার্তা এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও ৷ টুইটারে তিনি লিখেছেন, "দেশের জন্য আরও একটি গর্বের মুহূর্ত ৷ টোকিয়ো অলিম্পিকসে ব্রোঞ্জ জেতার জন্য ভারতীয় পুরুষ হকি দলকে শুভেচ্ছা ৷ যে মানসিক দৃঢ়তা এবং জেতার মনোভাব নিয়ে তোমরা খেলেছ তা আগামী প্রজন্ম মনে রাখবে ৷ ওয়েলডান !"

আরও পড়ুন : Tokyo Olympics : সোনার স্বপ্নভঙ্গ ! সেমিফাইনালে উঠতে পারলেন না ভিনেশ

ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলছেন, "এমন একটা মুহূর্তে স্থির থাকতে পারছি না ৷ তোমরা করে দেখিয়েছ ৷ অলিম্পিকসের ইতিহাসে নিজেদের নাম খোদাই করে ফেলল আমাদের পুরুষ হকি দল ৷ আমরা তোমাদের নিয়ে গর্বিত ৷" প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু লিখেছেন, "41 বছর পর ! ভারতীয় হকি এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সোনার মুহূর্ত ৷ অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে ৷ জার্মানিকে হারিয়ে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জিতেছে ৷ গোটা দেশ এখন সেলিব্রেশনের মুডে ৷ ভারতীয় হকি দলকে শুভেচ্ছা ৷"

Last Updated : Aug 5, 2021, 11:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details