টোকিয়ো, 6 অগস্ট : পাড়ার কুস্তির আখড়া বা জেলাস্তরের কোনও প্রতিযোগিতায় এমন ঘটনা ঘটলে মেনে নেওয়া যেত ৷ তা বলে অলিম্পিকসের মঞ্চে ! বাউট চলাকালীন ভারতীয় কুস্তিগীর রবি দাহিয়াকে কামড়ে দিলেন প্রতিপক্ষ ৷ বুধবার 57 কেজি ফ্রিস্টাইল কুস্তির সেমিফাইনালের ম্যাচ চলাকালীন এই দৃশ্য দেখা গিয়েছে ৷ আন্তর্জাতিক স্তরে খেলাধুলোয় নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে আসা এক প্রতিযোগী স্পোর্টসম্যান স্পিরিটটাই খুইয়ে ফেললেন ৷ দেখে চরম ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা ৷ ক্ষুব্ধ নেটিজেনরা বলছেন, পাড়ার কুস্তি আখড়াতেও হয়ত এমন দৃশ্য দেখা যায় না ৷
সোনা জেতার স্বপ্ন পূরণ হয়নি ৷ ফাইনালে রাশিয়ান প্রতিযোগী জাভুর ইউগুয়েভের কাছে হেরে যান কুস্তিগীর রবি দাহিয়া ৷ কিন্তু জানেন কি সেমিফাইনালের ম্যাচে হাতে যন্ত্রণা নিয়ে লড়েছিলেন রবি কুমার দাহিয়া ৷ নাহ, কোনও চোট ছিল না ৷ বরং সেমিফাইনালের প্রতিপক্ষ নুরিসলাম সানাইয়েভের অখেলোয়াড়সুলভ মনোভাবের জন্যই এটা হয়েছে ৷ জিততে না পেরে রবির হাতে বিশাল কামড় বসান নুরিসলাম ৷ চামড়া টেনে ধরেছিলেন ৷ বাহুতে কামড়ের দাগ স্পষ্ট ছিল ৷
সেমিফাইনালের বাউট শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগের ঘটনা ৷ রবি পিন ডাউন করার চেষ্টা করেছিলেন সানাইয়েভকে ৷ হার নিশ্চিত জেনেই রবির বাহুতে বিশাল কামড় বসান ৷ যন্ত্রণায় কাতরাতে থাকেন ভারতীয় কুস্তিগীর ৷ কিন্তু হাল ছাড়েননি ৷ প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালের টিকিট জোগাড় করে নেন ৷ রবি নিজে এই বিষয়ে কোনও মন্তব্য না করলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কামড় বসানোর ছবি ও ভিডিয়ো ৷ বাউট শেষে হাত তুলে রেফারিকে কামড়ানোর জায়গা দেখান রবি দাহিয়া ৷