পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : প্রথম পদক, ভারোত্তোলনে রুপো জিতলেন মীরাবাঈ চানু, অভিনন্দন প্রধানমন্ত্রীর

20 বছর পর ভারোত্তোলনে অলিম্পিকস পদক জিতল ভারত ৷

Tokyo Olympics
Tokyo Olympics

By

Published : Jul 24, 2021, 12:11 PM IST

Updated : Jul 24, 2021, 12:55 PM IST

টোকিয়ো, 24 জুলাই : অলিম্পিকসের দ্বিতীয় দিনেই পদক এল ভারতের ঘরে ৷ 49 কিলো বিভাগে রুপোর পদক জিতে ইতিহাস গড়লেন ভারোত্তোলক মীরাবাঈ চানু ৷ সেই 2000 সালে প্রথম মহিলা হিসেবে ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জিতেছিলেন কর্নম মালেশ্বরী ৷ 20 বছর পর মালেশ্বরীকেও ছাপিয়ে গেলেন মণিপুরী ভারোত্তোলক ৷ ভারোত্তোলনে দেশের এটি দ্বিতীয় অলিম্পিকস পদক ৷ অলিম্পিকসের দ্বিতীয় দিনেই পদক ঘরে আসায় উচ্ছ্বসিত দেশ ৷

49 কেজির স্ন্যাচ বিভাগে 84 কেজি এবং 87 কেজি ভার তোলেন চানু ৷ কিন্তু 89 কেজির ভার তুলতে ব্যর্থ হন ৷ ফলে রুপোর পদক জিতলেন তিনি ৷ টোকিয়ো অলিম্পিকসে দেশের প্রথম অ্যাথলিট হিসেবে পদক জিতলেন মীরাবাঈ চানু ৷ 94 কেজি ভার তুলে সোনার পদক জিতেছেন চিনের হৌ জিয়াহু ৷ 2018 গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে 48 কেজি বিভাগে সোনা জেতেন চানু ৷ সেই সাফল্যের জন্য রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারে ভূষিত হন ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথের পর চানুর লক্ষ্য ছিল অলিম্পিকস ৷ রিও অলিম্পিকসের ব্যর্থতা কাটিয়ে দেশকে গৌরবান্বিত করলেন তিনি ৷

আরও পড়ুন : Tokyo Olympics : 10 মিটার এয়ার পিস্তলের ফাইনালে সৌরভ, পদকের আশায় ভারত

চানুর সাফল্যে উচ্ছ্বসিত দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে মীরাবাঈ চানুকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি ৷ চানুর পদক জয়ের খবর নিশ্চিত হতেই টুইট করেন মোদি ৷ টুইটারে রুপোজয়ী ভারোত্তোলককে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "টোকিয়ো অলিম্পিকসে এর চেয়ে ভাল শুরু আর হয় না ৷ মীরাবাঈ চানুর অসাধারণ সাফল্যে গর্বিত দেশ ৷ ভারোত্তোলনে রুপো জেতার জন্য অনেক শুভেচ্ছা ৷ তোমার সাফল্য প্রতিটি ভারতীয়কে প্রেরণা জোগাবে ৷"

Last Updated : Jul 24, 2021, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details