টোকিয়ো, 6 অগস্ট : শেষ পর্যায়ে এসে পৌঁছেছে টোকিয়ো অলিম্পিকস ৷ হাতে রয়েছে মাত্র দু‘দিন ৷ তারপর আরও চারবছরের অপেক্ষা ৷ 15 দিন ব্যাপী এই ক্রীড়া মহাযজ্ঞে এখনও পর্যন্ত ভারতের ঘরে এসেছে পাঁচটি পদক ৷ তার মধ্যে দুটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ ৷ তাহলে কি এবারও সোনার পদক ছাড়াই দেশে ফিরতে হবে ? সোনার পদকের জন্য হা পিত্যেশ করে থাকা দেশবাসীর প্রশ্ন এটাই ৷ তবে আশা এখনও শেষ হয়ে যায়নি ৷ সৌজন্যে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৷ টোকিয়ো অলিম্পিকসের শেষ ল্যাপে বছর তেইশের নীরজ সোনার স্বপ্ন দেখাচ্ছেন ৷
অলিম্পিকসে দলগত বিভাগে বহুবার সোনার পদক জিতেছে ভারত ৷ সবকটিই অবশ্য হকিতে ৷ তবে অলিম্পিকসে ব্যক্তিগত সোনা জয়ের দিক থেকে ভারত অনেক পিছিয়ে ৷ অলিম্পিকসে ভারতের 100 বছরের ইতিহাসে ব্যক্তিগত বিভাগে মাত্র একটি সোনা রয়েছে ভারতের ৷ 2008 বেজিং অলিম্পিকসে শুটিংয়ে সোনার মেডেল ঘরে আনেন অভিনব বিন্দ্রা ৷ তারপর লন্ডন, রিও হয়ে টোকিয়োতে এসে পৌঁছেছে দেশের খেলোয়াড়রা ৷ 13 বছর ধরে চলছে সোনার পদকের খোঁজ ৷ কয়েকজন আশা জাগিয়েও ব্যর্থ হয়েছেন ৷ কুস্তি, বক্সিং, ব্যাডমিন্টনে রুপো বা ব্রোঞ্জ এলেও অধরা স্বর্ণপদক ৷