টোকিয়ো, 13 অগস্ট : টিভির পর্দায়, খবরের কাগজে অলিম্পিকসে মেডেল জয়ীদের দেখেছেন পদকে কামড় দিতে ৷ সেটা যে শুধু ফোটোগ্রাফারদের পোজ দেওয়ার জন্য তা হয়তো জানতেন না জাপানের নাগোয়ার মেয়র তাকাশি কাওয়ামুরা ৷ নয়তো এক অ্যাথলিটের বহুদিনের পরিশ্রমে জেতা অলিম্পিকসের সোনার পদকে বিস্কুটের মতো কামড় দিয়ে বসতেন না ! তাকাশির কামড়ের চোটে নষ্ট হয়ে যায় পদকটি ৷ ফলে ওই অ্যাথলিটকে পদকটি বদলাতে হয়েছে ৷ 72 বছরের ওই মেয়রের এমন বালখিল্য কাজে অবাক ক্রীড়া বিশ্ব ৷
অলিম্পিকসে সফটবলে সোনা জিতেছে জাপানের মহিলা দল ৷ সেই দলের সদস্য মিউ গোতো নামে এক মহিলা ৷ যিনি নাগোয়া শহরের বাসিন্দা ৷ সৌজন্যের খাতিরে গত 4 অগস্ট নিজের শহরের মেয়র তাকাশি কাওয়ামুরার সঙ্গে দেখা করতে যান মিউ গোতো ৷ স্বাভাবিকভাবেই অলিম্পিকসে জেতা সোনার পদকটিও সঙ্গে নিয়ে গিয়েছিলেন ৷ মেয়রের সঙ্গে সাক্ষাতের সময় তাঁর হাতে পদকটি দেন ৷ প্রথমে মেডেলটি গলায় ঝুলিয়ে নেন নাগোয়ার মেয়র তাকাশি কাওয়ামুরা ৷ তারপর মুখের মাস্ক নামিয়ে বিস্কুটের মতো মেডেলটি মুখে পুরে অ্যাথলিটদের কায়দায় কামড় দিতে যান ৷ কামড়ের চোটে পদকটাই নষ্ট হয়ে যায় ৷
সংবাদমাধ্যমের সামনেই এই ঘটনা ঘটে ৷ মিউ গোতো সহ উপস্থিত সকলে অবাক হয়ে যান ৷ মেয়র অবশ্য তৎক্ষণাৎ খেলোয়াড়ের কাছে ক্ষমা চেয়ে নেন ৷ সংবাদমাধ্যমকে বলেন, "সোনা জয়ী খেলোয়াড়ের পদক কামড়ানোর জন্য আমি দুঃখিত ৷" যদিও তাঁর দাবি, সোনার পদকটি নষ্ট হয়নি ৷ এমনকী মিউ গোতোকে পদকের মূল্যও দিতে চান ৷ বিষয়টি জানাজানি হতেই আন্তর্জাতিক অলিম্পিকস কমিটি পদকটি বদলে দেওয়ার আশ্বাস দেয় ৷ এই ঘটনায় জাপানের মানুষ ভীষণ বিরক্ত ৷ দেশ-বিদেশের ক্রীড়াপ্রেমীরাও মেয়রের এমন কাজে ক্ষোভ প্রকাশ করেছেন ৷ বৃহস্পতিবারের এই ঘটনায় ওই মেয়রের বিরুদ্ধে টোকিয়োতে সাত হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে ৷
আরও পড়ুন :Tokyo Olympics : জয়ের আনন্দে ভয়ঙ্কর লাফ ! পায়ে চোট নিয়ে বিদায় বক্সারের
অলিম্পিকসের মঞ্চে পদকে কামড় দেওয়ার রীতি রয়েছে ৷ মাইকেল ফেল্পস, উসেইন বোল্ট, সিমোন বাইলসদের এমন প্রচুর ছবি পাওয়া যাবে ৷ কিন্তু কেন এমন রীতি ? বলা হয়, আগেকার দিনে ব্যবসায়ীরা সোনার কয়েনের শুদ্ধতা খতিয়ে দেখতে কামড় দিয়ে দেখতেন ৷ সোনা খুবই নরম ৷ তাই কামড় দিলেই দাঁতের দাগ বসে যেত ৷ যদিও অলিম্পিকসে সোনার পদক জয়ীরা শুদ্ধতা পরীক্ষা করার জন্য কামড় দেন না ৷ বরং ফোটোগ্রাফারদের অনুরোধেই তাঁরা কামড় দিয়ে থাকেন ৷ তাও আলতোভাবে ৷ ফোটোসেশনের সময় শুধুমাত্র পদক জয়ীদেরই অমনভাবে পোজ দিতে বলা হয় ৷ বাইরের কাউকে নয় ৷