পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : ইতিহাস গড়া হল না, ব্রিটিশদের বিরুদ্ধে হার রানিদের

গ্রেট ব্রিটেনের কাছে 4-3 গোলে হেরে অলিম্পিকসে পদক জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হল ৷

Tokyo Olympics
Tokyo Olympics

By

Published : Aug 6, 2021, 8:48 AM IST

Updated : Aug 6, 2021, 9:12 AM IST

টোকিয়ো, 6 অগস্ট : ইতিহাস গড়া হল না রানি রামপালদের ৷ ছেলেরা পারলেও দেশের মহিলা হকি দল খালি হাতেই দেশে ফিরছে ৷ গ্রেট ব্রিটেনের কাছে 4-3 গোলে হেরে অলিম্পিকসে পদক জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হল ৷ গোটা ম্যাচ জুড়ে ভাল খেললেন দেশের মেয়েরা ৷ কিন্তু শেষ কোয়ার্টারে পিছিয়ে পড়ে ম্যাচ খোয়াতে হল ভারতকে ৷

প্রথম কোয়ার্টারে প্রতিপক্ষকে রুখে দিতে সক্ষম হন দেশের মেয়েরা ৷ ম্যাচের শুরুতেই পেনাল্টি কর্নার পায় গ্রেট ব্রিটেন ৷ যদিও সফল হয়নি তারা ৷ এরপর ভারতের গোলপোস্টে যতবারই হানা দেওয়ার চেষ্টা করেছে ব্রিটিশ মেয়েরা তা রুখে দিয়েছেন গোলরক্ষক সবিতা পুনিয়া ৷ তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল করেন রিও অলিম্পিকসে সোনাজয়ী ব্রিটেন ৷ এলেনা রেয়ারের গোলে এগিয়ে যায় ব্রিটেন ৷ দ্বিতীয় কোয়ার্টারে ফের লিড বাড়িয়ে ব্যবধান 2-0 করে ফেলে তারা ৷ 25 মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ভারত ৷ সেখান থেকে গোল করতে ব্যর্থ হলেও পর মুহূর্তে ফের একটি পেনাল্টি কর্নার পেয়ে যায় তারা ৷ গোল করে ব্যবধান 1-2 করেন গুরজিত কউর ৷

25 মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ভারত ৷ সেখান থেকে গোল করতে ব্যর্থ হলেও পর মুহূর্তে ফের একটি পেনাল্টি কর্নার পেয়ে যায় তারা ৷ গোল করে ব্যবধান 1-2 করেন গুরজিত কউর ৷ মিনিট চারেকের মধ্যে পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করে দলকে সমতায় ফেরান ড্র্যাগফ্লিকার গুরজিত ৷ পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে ভারত ৷

আরও পড়ুন : Women's Hockey : লজ্জা ! জাতের দোহাই দিয়ে বন্দনা কাটারিয়ার পরিবারকে হেনস্থা

29 মিনিটে দলকে এগিয়ে দেন বন্দনা কাটারিয়া ৷ সুশালা চানুর বাড়ানো বল ব্রিটেনের জালে জড়িয়ে দেন বন্দনা ৷ বলে ডেঞ্জার জ়োনে থাকায় আম্পায়ার রেফারেল নেন ৷ কিন্তু সিদ্ধান্ত ভারতের পক্ষেই যায় ৷ অলিম্পিকসে মহিলা হকির ইতিহাসে ঢুকে পড়েছেন বন্দনা ৷ অলিম্পিকসে প্রথম হ্যাটট্রিক করা মহিলা হকি খেলোয়াড় তিনি ৷ এই নিয়ে টোকিয়ো অলিম্পিকসে চারটি গোল করে ফেললেন বন্দনা ৷ 3-2 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত ৷

বিরতি থেকে ফিরেই সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রিটেন ৷ তবে আক্রমণ রুখে দেন সবিতা পুনিয়া ৷ কিন্তু লিড ধরে রাখা সম্ভব হয়নি ৷ তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ব্যবধান সমান করে নেয় ব্রিটেন ৷ আম্পায়র রেফারেল নিলেও গোল বাতিল হয়নি ৷ চতুর্থ কোয়ার্টারে পরপর পেনাল্টি কর্নার পায় ব্রিটেন ৷ গ্রেস বলসডনের গোলে ব্যবধান 4-3 করে ফেলে ব্রিটেন ৷ যা ম্যাচের শেষ পর্যন্ত বজায় রইল ৷ রিও অলিম্পিকসের পর টোকিয়ো থেকেও পদক নিয়ে ফিরল ব্রিটিশ মেয়েরা ৷

Last Updated : Aug 6, 2021, 9:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details