টোকিয়ো, 6 অগস্ট : ইতিহাস গড়া হল না রানি রামপালদের ৷ ছেলেরা পারলেও দেশের মহিলা হকি দল খালি হাতেই দেশে ফিরছে ৷ গ্রেট ব্রিটেনের কাছে 4-3 গোলে হেরে অলিম্পিকসে পদক জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হল ৷ গোটা ম্যাচ জুড়ে ভাল খেললেন দেশের মেয়েরা ৷ কিন্তু শেষ কোয়ার্টারে পিছিয়ে পড়ে ম্যাচ খোয়াতে হল ভারতকে ৷
প্রথম কোয়ার্টারে প্রতিপক্ষকে রুখে দিতে সক্ষম হন দেশের মেয়েরা ৷ ম্যাচের শুরুতেই পেনাল্টি কর্নার পায় গ্রেট ব্রিটেন ৷ যদিও সফল হয়নি তারা ৷ এরপর ভারতের গোলপোস্টে যতবারই হানা দেওয়ার চেষ্টা করেছে ব্রিটিশ মেয়েরা তা রুখে দিয়েছেন গোলরক্ষক সবিতা পুনিয়া ৷ তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল করেন রিও অলিম্পিকসে সোনাজয়ী ব্রিটেন ৷ এলেনা রেয়ারের গোলে এগিয়ে যায় ব্রিটেন ৷ দ্বিতীয় কোয়ার্টারে ফের লিড বাড়িয়ে ব্যবধান 2-0 করে ফেলে তারা ৷ 25 মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ভারত ৷ সেখান থেকে গোল করতে ব্যর্থ হলেও পর মুহূর্তে ফের একটি পেনাল্টি কর্নার পেয়ে যায় তারা ৷ গোল করে ব্যবধান 1-2 করেন গুরজিত কউর ৷
25 মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ভারত ৷ সেখান থেকে গোল করতে ব্যর্থ হলেও পর মুহূর্তে ফের একটি পেনাল্টি কর্নার পেয়ে যায় তারা ৷ গোল করে ব্যবধান 1-2 করেন গুরজিত কউর ৷ মিনিট চারেকের মধ্যে পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করে দলকে সমতায় ফেরান ড্র্যাগফ্লিকার গুরজিত ৷ পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে ভারত ৷