পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : হকিতে মেয়েদের সামনে ইতিহাস গড়ার হাতছানি - টোকিয়ো অলিম্পিকস

75তম স্বাধীনতা দিবসের আগে ব্রিটিশদের হারিয়ে ইতিহাস গড়তে পারলে দেশবাসীকে বড় উপহার তুলে দিতে পারবেন রানিরা ৷

hockey
hockey

By

Published : Aug 6, 2021, 7:19 AM IST

টোকিয়ো, 6 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে দেশের মহিলা হকি দলের দাঁতে দাঁত চেপে লড়াই দেখেছে বিশ্ব ৷ রানি রামপালদের হার না মনোভাব কুর্নিশ আদায় করে নিয়েছে ৷ আজ তাদের সামনে ইতিহাস গড়ার হাতছানি ৷ ব্রোঞ্জ পদক জয়ের ম্য়াচে ভারতের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন ৷ গতকাল হকিতে 41 বছর পর ব্রোঞ্জ পদক জিতেছে দেশের পুরুষ হকি দল ৷ ছেলেরা পেরেছে ৷ এবার পালা মেয়েদের ৷ 75তম স্বাধীনতা দিবসের আগে ব্রিটিশদের হারিয়ে ইতিহাস গড়তে পারলে দেশবাসীকে বড় উপহার তুলে দিতে পারবেন রানিরা ৷

অলিম্পিকসের ইতিহাসে সবচেয়ে সফলতম দল ভারত ৷ এই শো পিস ইভেন্ট থেকে এক ডজন পদক ঘরে তুলেছে ভারত ৷ কিন্তু সেখানে শুধু ছেলেদের দাপট ৷ ভারতের অলিম্পিকসের ইতিহাসে মহিলা হকির কোনও চিহ্ন নেই ৷ টোকিয়ো অলিম্পিকসে মহিলা হকিকেও ইতিহাসের পাতায় তুলেছে রানি রামপাল বাহিনী ৷ প্রথমবার অলিম্পিকসের সেমিফাইনালে পা রেখেছিল দেশের প্রমীলা বাহিনী ৷ আজ রানিদের সামনে আরও একটি ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ ৷ গ্রেট ব্রিটেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতলে ইতিহাসে নাম খোদাই হয়ে থাকবে 11 জন মহিলার ৷

আরও পড়ুন : Women's Hockey : লজ্জা ! জাতের দোহাই দিয়ে বন্দনা কাটারিয়ার পরিবারকে হেনস্থা

জার্মানির বিরুদ্ধে মনপ্রীতদের হার না মানা মনোভাব রানিদের কাছে এখন অনুপ্রেরণার কারণ ৷ পিছিয়ে পড়েও দুরন্ত জয় পেয়েছে ভারত ৷ ছেলেদের পর মেয়েরাও চাইবে টোকিয়ো থেকে অলিম্পিকস পদক নিয়ে ফিরতে ৷

ABOUT THE AUTHOR

...view details