পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : হকিতে ইতিহাস, তিনবারের অলিম্পিকস চ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনালে দেশের মেয়েরা

এই প্রথম অলিম্পিকসে হকির সেমিফাইনালে পা রাখল দেশের মহিলা দল ৷

Tokyo Olympics
Tokyo Olympics

By

Published : Aug 2, 2021, 10:02 AM IST

Updated : Aug 2, 2021, 10:45 AM IST

টোকিয়ো, 2 অগস্ট : সূর্যোদয়ের দেশে হকিতে 'চক দে' ভারতের ৷ ইতিহাস গড়ে ফেললেন রানি রামপালরা ৷ এই প্রথম অলিম্পিকসে হকির সেমিফাইনালে পা রাখল দেশের মহিলা দল ৷ কোয়ার্টার ফাইনালের ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন শক্তিশালী অস্ট্রেলিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে দেশের প্রমীলা বাহিনী ৷ গতকালই সেমিফাইনালে উঠেছে দেশের পুরুষ হকি দল ৷ আজ শেষ চারে পা রাখল মেয়েরা ৷ হকিতে উভয় দলের সামনে পদক জয়ের হাতছানি ৷

চার দশক পর গতকালই হকির সেমিফাইনালে উঠেছে ছেলেদের হকি দল ৷ মেয়েরাও পিছিয়ে থাকতে চায়নি ৷ প্রতিপক্ষ ছিল তিনবারের অলিম্পিকস চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৷ শক্তিশালী প্রতিপক্ষকে গোটা ম্যাচে আটকে রাখলেন রানি রামপালরা ৷ গোটা ম্যাচ জুড়ে চলল দেশের মেয়েদের দাপট ৷ দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে একমাত্র গোলটি করেন গুরজিত কউর ৷ এরপর অস্ট্রেলিয়া গোল শোধ করার হাজারো প্রচেষ্টা করলেও লাভ হয়নি ৷

অজিদের কাছে ম্যাচে ফেরার প্রচুর সুযোগ ছিল ৷ ম্যাচে মোট 9টি পেনাল্টি কর্নার পেয়েছিল অস্ট্রেলিয়া ৷ কিন্তু একটাও কাজে লাগাতে পারেনি তারা ৷ উল্টোদিকে ভারত একটি পেনাল্টি কর্নার পেয়েই বাজিমাত করে ৷ ম্য়াচের শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বজায় ছিল ৷ কিন্তু চাপ সামলে ইতিহাসে ঢুকে পড়েছে রানি রামপাল অ্যান্ড কোং ৷ আরও একজনের কথা বলতেই হয় ৷ গোলরক্ষক সবিতা পুনিয়া ৷ বিপক্ষের সামনে দেওয়াল হয়ে দাঁড়িছিলেন তিনি ৷

আরও পড়ুন : Tokyo Olympics : হকিতে পদক জয়ের হাতছানি, চার দশক পর সেমিফাইনালে ভারত

এতদিন অলিম্পিকসে ভারতীয় হকি মানেই ছিল পুরুষ হকি দল ৷ টোকিয়ো অলিম্পিকসের আগে পর্যন্ত মহিলা হকি দল কোয়ার্টার ফাইনালেও পা রাখতে পারেনি ৷ সেই আক্ষেপ পুষিয়ে দিলেন রানিরা ৷ অলিম্পিকসের শুরুটা মনের মতো না হলেও মোমেন্টাম পেয়ে গিয়েছেন তাঁরা ৷ হারের সরণি থেকে বেরিয়ে তিনবারের অলিম্পিকস সোনাজয়ীদের হারিয়ে সেমিতে পা রেখে ইতিহাস গড়া হল ৷ এবার পদক জয়ের জন্য ঝাঁপাবে রানি রামপাল অ্যান্ড কোং ৷

Last Updated : Aug 2, 2021, 10:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details