পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : টোকিয়োয় 'চক দে', হকিতে প্রথমবার কোয়ার্টার ফাইনালে রানি রামপালরা - Indian Women Hockey team

শনিবার বিকেলে গ্রেট ব্রিটেন আয়ারল্যান্ডকে হারাতেই শেষ আটের টিকিট পাকা হয়ে যায় ভারতের ৷ সোমবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷

tokyo olympics 2020
tokyo olympics 2020

By

Published : Jul 31, 2021, 7:05 PM IST

Updated : Jul 31, 2021, 10:45 PM IST

টোকিয়ো, 31 জুলাই : টোকিয়োয় ইতিহাস গড়ল দেশের মহিলা হকি দল ৷ এই প্রথমবার অলিম্পিকসের কোয়ার্টার ফাইনালে পা রাখল ভারতীয় মহিলা হকি টিম ৷ আজ পুল এ-র ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা জিইয়ে রেখেছিলেন রানি রামপালরা ৷ শনিবার বিকেলে গ্রেট ব্রিটেন আয়ারল্যান্ডকে হারাতেই শেষ আটের টিকিট পাকা হয়ে যায় ভারতের ৷ সোমবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷

টোকিয়ো অলিম্পিকসের শুরুটা ভাল হয়নি ভারতীয় মহিলা হকি টিমের ৷ প্রথম ম্যাচ থেকেই হারের মুখ দেখেছেন রানি রামপালরা ৷ নেদারল্যান্ড, জার্মানির পর গ্রেট ব্রিটেনের কাছেও হারে ভারত ৷ তবে আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 4-3 গোলে জিতে টোকিয়ো অলিম্পিকসে প্রথম জয়ের স্বাদ পায় তাঁরা ৷ এই জয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা ছিল ৷ বেলা গড়াতেই তার সুফল মিলল ৷

আরও পড়ুন : Tokyo Olympics : মহিলা হকিতে দক্ষিণ আফ্রিকাকে 4-3 গোলে হারাল ভারত

বিকেলে আয়ারল্যান্ড বনাম গ্রেট ব্রিটেনের ম্যাচের উপর ভারতের ভাগ্য নির্ভর করছিল ৷ অলিম্পিকসে রানিরা পরের রাউন্ডে এগোবে নাকি ফ্লাইট ধরে দেশে ফিরে যেতে তা নির্ধারণ হওয়ার ছিল এই ম্যাচেই ৷ শেষ পর্যন্ত ভারতীয়দের প্রার্থনা কাজে লেগেছে ৷ গ্রুপ পর্বে পুল এ-র শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে দেয় গ্রেট ব্রিটেন ৷ আর এতেই ভারতের কোয়ার্টার ফাইনালের পথ পরিষ্কার হয়ে যায় ৷ 2 অগস্ট শেষ আটে ভারতীয় মহিলা হকি দলের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া ৷

Last Updated : Jul 31, 2021, 10:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details