টোকিয়ো, 3 অগস্ট : মঙ্গলবার সকালে গোটা দেশের নজর ছিল টিভির পর্দায় ৷ 49 বছর পর অলিম্পিকস হকিতে ফাইনালে ওঠার হাতছানি ৷ দুরন্ত ছন্দে থাকা মনপ্রীত সিং অ্যান্ড কম্পানিকে ঘিরে দেশবাসীর প্রত্যাশা বেড়ে গিয়েছিল ৷ কিন্তু হল কই ৷ দুর্দান্ত লড়াই করেও সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে 2-5 গোলে হারের মুখ দেখল ভারত ৷ ছেলেদের হকিতে সোনা-রুপো জয়ের স্বপ্নের শেষ এখানেই ৷ তবে ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ এখনও রয়েছে ভারতের সামনে ৷
শুধুমাত্র ম্যাচের স্কোরলাইন দেখে ভারতের পারফরম্যান্স আন্দাজ করা মুশকিল হবে ৷ ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও বিশ্ব চ্যাম্পিয়নদের ছেড়ে কথা বলেননি মনপ্রীতরা ৷ ম্যাচ শুরুর 2 মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেন বেলজিয়ামের লোইয়েক লুয়েপার্ত ৷ মিনিট দুয়েকের মধ্যেই সমতা ফেরায় ভারত ৷ পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লড়াইয়ে ফেরান হরমনপ্রীত ৷ বিশ্ব চ্যাম্পিয়নদের চাপ বাড়িয়ে পাঁচ মিনিটের মধ্যে লিড নেয় ভারত ৷ মনদীপের সিংয়ের ফিল্ড গোলে প্রথম কোয়ার্টারে 2-1 ব্যবধানে এগিয়ে যায় ভারত ৷