পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : যোগ্যতা অর্জন পর্ব থেকেই বিদায় জ্যাভলিন থ্রোয়ার অন্নু রানির - টোকিয়ো অলিম্পিকস

গ্রুপের এ-র 15 জন অ্যাথলিটের মধ্যে একজন ছিলেন ভারতের অন্নু রানি ৷ প্রথম প্রচেষ্টায় তিনি নবম স্থানে শেষ করেন ৷

annu rani
annu rani

By

Published : Aug 3, 2021, 6:55 AM IST

টোকিয়ো, 3 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে মঙ্গলবারের সূচনাটা হার দিয়ে শুরু হল ভারতের ৷ মেয়েদের জ্যাভলিন থ্রো-র যোগ্যতা অর্জন পর্ব থেকেই বিদায় নিলেন অ্যাথলিট অন্নু রানি ৷ গ্রুপ-এ-র যোগ্যতা অর্জন পর্বে নিজের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও ছিলেন না অন্নু ৷ তিনটি প্রচেষ্টা মিলিয়ে অন্নু শেষ করেন 14তম স্থানে ৷ প্রথম আটের মধ্যে থাকলে ফাইনালে জায়গা করে নিতে পারতেন ৷ ফলে টোকিয়ো অলিম্পিকসে অন্নু রানির দৌড় এখানেই শেষ হয়ে গেল ৷

আজ ছিল মেয়েদের জ্যাভলিন থ্রো-য়ের যোগ্যতা অর্জন পর্ব ৷ প্রথম প্রচেষ্টায় অন্নু রানির স্কোর ছিল 50.35 মিটার ৷ শুরুটা ভাল হয়নি ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের ৷ দ্বিতীয় প্রচেষ্টায় 53.19 মিটার থ্রো করেন তিনি ৷ গ্রুপের এ-র 15 জন অ্যাথলিটের মধ্যে একজন ছিলেন ভারতের অন্নু রানি ৷ প্রথম প্রচেষ্টায় তিনি নবম স্থানে শেষ করেন ৷ দ্বিতীয় প্রচেষ্টার পর 14তম স্থানে শেষ করেন ৷ l তৃতীয় প্রচেষ্টায় অন্নুর থ্রো ছিল 54.04 মিটার ৷ আগের দুটি প্রচেষ্টা থেকে ভাল হলেও পরের রাউন্ডে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না ৷ গ্রুপ এ-র 15 জনের মধ্যে অন্নু শেষ করলেন 14তম স্থানে ৷

আরও পড়ুন : Kamalpreet Kaur : পারলেন না কমলপ্রীত, ষষ্ঠে শেষ স্বপ্ন

মেয়েদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের অন্নু রানি জাতীয় রেকর্ডের অধিকারিণী ৷ জ্যাভলিনে সর্বোচ্চ 63.24 মিটার থ্রো করার রেকর্ড রয়েছে তাঁর ৷ অলিম্পিকসে নিজের সেই রেকর্ড ছাপিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে নেমেছিলেন 28 বছরের অন্নু ৷ উত্তরপ্রদেশের মিরাটের মেয়ে অন্নু হলেন প্রথম মহিলা জ্যাভলিন থ্রোয়ার যিনি অলিম্পিকসে প্রতিনিধিত্ব করেছেন এবং গত সাতবছর ধরে ন্যাশনাল রেকর্ড গড়েছেন ৷ চলতি বছরে ফেডারেশন কাপে তাঁর সেরা থ্রো ছিল 63.24 মিটার ৷ বিশ্ব ব়্যাঙ্কিংয়ের মাধ্যমে অলিম্পিকসে যোগ্যতা অর্জন করেন অন্নু রানি ৷

ABOUT THE AUTHOR

...view details