টোকিয়ো, 3 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে মঙ্গলবারের সূচনাটা হার দিয়ে শুরু হল ভারতের ৷ মেয়েদের জ্যাভলিন থ্রো-র যোগ্যতা অর্জন পর্ব থেকেই বিদায় নিলেন অ্যাথলিট অন্নু রানি ৷ গ্রুপ-এ-র যোগ্যতা অর্জন পর্বে নিজের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও ছিলেন না অন্নু ৷ তিনটি প্রচেষ্টা মিলিয়ে অন্নু শেষ করেন 14তম স্থানে ৷ প্রথম আটের মধ্যে থাকলে ফাইনালে জায়গা করে নিতে পারতেন ৷ ফলে টোকিয়ো অলিম্পিকসে অন্নু রানির দৌড় এখানেই শেষ হয়ে গেল ৷
আজ ছিল মেয়েদের জ্যাভলিন থ্রো-য়ের যোগ্যতা অর্জন পর্ব ৷ প্রথম প্রচেষ্টায় অন্নু রানির স্কোর ছিল 50.35 মিটার ৷ শুরুটা ভাল হয়নি ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের ৷ দ্বিতীয় প্রচেষ্টায় 53.19 মিটার থ্রো করেন তিনি ৷ গ্রুপের এ-র 15 জন অ্যাথলিটের মধ্যে একজন ছিলেন ভারতের অন্নু রানি ৷ প্রথম প্রচেষ্টায় তিনি নবম স্থানে শেষ করেন ৷ দ্বিতীয় প্রচেষ্টার পর 14তম স্থানে শেষ করেন ৷ l তৃতীয় প্রচেষ্টায় অন্নুর থ্রো ছিল 54.04 মিটার ৷ আগের দুটি প্রচেষ্টা থেকে ভাল হলেও পরের রাউন্ডে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না ৷ গ্রুপ এ-র 15 জনের মধ্যে অন্নু শেষ করলেন 14তম স্থানে ৷