টোকিয়ো, 6 অগস্ট : যে কয়েকটি খেলায় ভারতের ঘরে অলিম্পিকস পদক আসেনি তার মধ্যে অন্যতম হল গল্ফ ৷ ভাগ্য ভাল থাকলে টোকিয়ো অলিম্পিকসেই সেই আক্ষেপ পূরণ হতে পারে ৷ কারণ পদকের স্বপ্ন দেখাচ্ছেন দেশের মহিলা গল্ফার অদিতি অশোক ৷ দেশের প্রথম মহিলা গল্ফার হিসেবে অলিম্পিকসে দেশের প্রতিনিধিত্ব করছেন অদিতি ৷ সেই অদিতির হাত ধরে গল্ফে পদকের আশায় ভারত ৷
টোকিয়োয় প্রথম থেকেই ছন্দে পাওয়া গিয়েছে অদিতিকে ৷ আজ মহিলাদের গল্ফের ব্যক্তিগত স্ট্রোক প্লে ইভেন্টের তৃতীয় রাউন্ডে 2 নম্বরে শেষ করেন তিনি ৷ আগামীকাল চতুর্থ রাউন্ড তথা ফাইনাল রাউন্ডে খেলা রয়েছে ৷ চতুর্থ রাউন্ডে পারফরম্যান্স ধরে রাখতে পারলে পদক নিশ্চিত অদিতির ৷ তবে পদক জয়ের আরও একটি পথ রয়েছে ৷ খারাপ আবহাওয়ার কারণে আগামীকাল ফাইনাল রাউন্ডের খেলা নাও হতে পারে ৷ সেক্ষেত্রে তৃতীয় রাউন্ডের পারফরম্যান্সের মান অনুযায়ী প্রতিযাগীদের পদক নিশ্চিত হবে ৷ তেমনটা হলে অদিতির রুপো জয় নিশ্চিত ৷