পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : তিরন্দাজিতে অতনুদের হার, অলিম্পিকস থেকে বিদায় তিন বাঙালির - Indian archery team lose to South Korea

দক্ষিণ কোরিয়ার কাছে হেরে পদকে দৌড় থেকে ছিটকে গেল ভারতীয় পুরুষ তিরন্দাজ দল ৷

Tokyo Olympics
Tokyo Olympics

By

Published : Jul 26, 2021, 11:05 AM IST

Updated : Jul 26, 2021, 12:27 PM IST

টোকিয়ো, 26 জুলাই : গতকাল বিদায় নিয়েছিলেন জিমন্যাস্ট প্রণতি নায়েক ৷ আজ অলিম্পিকসের মঞ্চ থেকে ছিটকে গেলেন বাকি দুই বাঙালি সুতীর্থা মুখোপাধ্যায় ও অতনু দাস ৷ সোমবার সকালে মহিলাদের টেবিল টেনিস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে হেরে যান সুতীর্থা ৷ তবে আশা জোগাচ্ছিলেন তিরন্দাজ অতনু দাস ৷ দেশকে পুরুষদের তিরন্দাজির দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন ৷ কিন্তু শেষ চারে পা রাখতে পারলেন না অতনু, প্রবীণ যাদবরা ৷ দক্ষিণ কোরিয়ার কাছে 4-0 ব্যবধানে হারতে হয়েছে ৷ আর এরই সঙ্গে টোকিয়োতে তিন বাঙালির অভিযান শেষ হয়ে গেল ৷

তবে জয় দিয়ে আজ দিনের সূচনা হয়েছিল ভারতীয় পুরুষ তিরন্দাজ দলের ৷ কাজাখস্তানকে 6-2 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা ৷ এই জয়ে পদক জয়ের লড়াইয়ে টিকে ভেসে ছিলেন অতনু দাস, প্রবীণ যাদবরা ৷ শেষ চারে ওঠার ম্যাচে প্রতিপক্ষ ছিল শক্তিশালী দক্ষিণ কোরিয়া ৷ কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না ভারতীয় দল ৷ পরপর তিনটি সেটে 2 পয়েন্ট জিতে নিয়ে মোট ছয় পয়েন্ট নিয়ে ভারতকে হারিয়ে দেয় প্রোটিয়ারা ৷

আরও পড়ুন : Tokyo Olympics : আজই ফিরছেন রুপোর মেয়ে, চানুকে স্বাগত জানাতে তৈরি দেশ

পুরুষদের ব্যক্তিগত বিভাগে নেই বাংলার অতনু দাস ৷ ফলে অলিম্পিকসে তাঁর অভিযান এখানেই শেষ হয়ে গেল ৷ আগামী বুধবার মহিলাদের একক বিভাগের ম্যাচে নামবেন দীপিকা কুমারী ৷ ব্যক্তিগত বিভাগে প্রবীণ কুমার ও তরুণদীপ রাইয়েরও খেলা রয়েছে ৷ দলগত বিভাগে হারের পর দীপিকাদের দিকে চোখ থাকবে দেশবাসীর ৷

Last Updated : Jul 26, 2021, 12:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details