টোকিয়ো, 26 জুলাই : গতকাল বিদায় নিয়েছিলেন জিমন্যাস্ট প্রণতি নায়েক ৷ আজ অলিম্পিকসের মঞ্চ থেকে ছিটকে গেলেন বাকি দুই বাঙালি সুতীর্থা মুখোপাধ্যায় ও অতনু দাস ৷ সোমবার সকালে মহিলাদের টেবিল টেনিস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে হেরে যান সুতীর্থা ৷ তবে আশা জোগাচ্ছিলেন তিরন্দাজ অতনু দাস ৷ দেশকে পুরুষদের তিরন্দাজির দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন ৷ কিন্তু শেষ চারে পা রাখতে পারলেন না অতনু, প্রবীণ যাদবরা ৷ দক্ষিণ কোরিয়ার কাছে 4-0 ব্যবধানে হারতে হয়েছে ৷ আর এরই সঙ্গে টোকিয়োতে তিন বাঙালির অভিযান শেষ হয়ে গেল ৷
তবে জয় দিয়ে আজ দিনের সূচনা হয়েছিল ভারতীয় পুরুষ তিরন্দাজ দলের ৷ কাজাখস্তানকে 6-2 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা ৷ এই জয়ে পদক জয়ের লড়াইয়ে টিকে ভেসে ছিলেন অতনু দাস, প্রবীণ যাদবরা ৷ শেষ চারে ওঠার ম্যাচে প্রতিপক্ষ ছিল শক্তিশালী দক্ষিণ কোরিয়া ৷ কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না ভারতীয় দল ৷ পরপর তিনটি সেটে 2 পয়েন্ট জিতে নিয়ে মোট ছয় পয়েন্ট নিয়ে ভারতকে হারিয়ে দেয় প্রোটিয়ারা ৷