পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : সোনার লক্ষ্যে লভলিনা, আর্জেন্টিনার বিরুদ্ধে রানিরা ; বুধে ভারতের লড়াই - টোকিয়ো অলিম্পিকস

পদক ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছেন বক্সার লভলিনা বরগোঁহাই ৷ তাঁর লক্ষ্য এবার স্বর্ণপদক ৷

Olympics
Olympics

By

Published : Aug 3, 2021, 2:52 PM IST

টোকিয়ো, 3 অগস্ট : টোকিয়ো অলিম্পিকস থেকে ভারতের প্রাপ্তি এখনও পর্যন্ত তিনটে পদক ৷ পিভি সিন্ধুর ব্রোঞ্জ এবং মীরাবাঈ চানুর রুপো ৷ পদক নিশ্চিত করেছেন বক্সার লভলিনা বরগোঁহাই ৷ আগামী সপ্তাহেই শেষ হয়ে যাচ্ছে এই শো পিস ইভেন্ট ৷ তার আগে আরও কয়েকটি পদকের আশা করছে ভারত ৷ অ্যাথলেটিক্সের বেশ কিছু খেলা বাকি আছে এখনও ৷ রয়েছে মেয়েদের হকি ৷ আজ থেকে ছেলেদের কুস্তি শুরু হয়েছে ৷ সেখানেও পদকের আশা রয়েছে ৷

মেয়েদের ওয়েল্টারওয়েট সেমিফাইনালে উঠেছেন অসমের বক্সার লভলিনা বরগোঁহাই ৷ আগামীকাল সকাল এগারোটায় ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন তিনি ৷ প্রতিপক্ষ তুরস্কের বুসেনাজ সুরমেনেলি ৷ একমাত্র লভলিনা ছাড়া টোকিয়োয় দেশের বক্সাররা ব্যর্থ ৷ মেরি কম, পূজা রানিরা লড়াই চালিয়েছিলেন ৷ একই কথা বলা যায় সতীশ কুমারের ক্ষেত্রেও ৷ কিন্তু বাকিরা চূড়ান্ত ব্যর্থ ৷ বক্সিংয়ে দেশের মানরক্ষা করেছেন লভলিনা ৷ তুরস্কের প্রতিযোগীর বিরুদ্ধে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি ৷

ইতিহাস গড়া হয়ে গিয়েছে আগেই ৷ এই প্রথমবার হকির সেমিফাইনালে উঠেছে দেশের মহিলা দল ৷ আগামীকাল ফাইনালে ওঠার লড়াইয়ে রানি রামপালদের প্রতিপক্ষ আর্জেন্টিনা ৷ মেসির দেশের মেয়েদের হারাতে পারলে অলিম্পিকসের মঞ্চে প্রথমবার ফাইনাল খেলবে দেশের মহিলা হকি দল ৷ আজ বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে গিয়েছে মনপ্রীত সিংরা ৷ ছেলেরা পারেনি ৷ তাই সব নজর এখন মেয়েদের দিকে ৷

বুধবার জ্যাভলিন থ্রো গ্রুপ এ-র যোগ্যতা অর্জন পর্বে নামবেন নীরজ চোপড়া ৷ নীরজের কাছে পদকের প্রত্য়াশা রয়েছে দেশবাসীর ৷ আগামীকাল থেকে শুরু হচ্ছে কুস্তি প্রতিযোগিতা ৷

অলিম্পিকসে ভারতের 4 অগস্টের সূচি

গল্ফ

ভোর 4:00 : মেয়েদের ব্যক্তিগত বিভাগ রাউন্ড 1 (অদিতি অশোক)

জ্যাভলিন থ্রো

ভোর 5:35 : ছেলেদের জ্যাভলিন থ্রো গ্রুপ এ (নীরজ চোপড়া)

সকাল 7:05 : ছেলেদের জ্যাভলিন থ্রো গ্রুপ বি (শিবপাল সিং)

বক্সিং

সকাল 11:00টা : মেয়েদের ওয়েল্টারওয়েট সেমিফাইনাল (লভলিনা বরগোঁহাই)

হকি

বিকেল 3:30 : মেয়েদের হকির সেমিফাইনাল (ভারত বনাম আর্জেন্টিনা)

কুস্তি

সকাল 8:21 : ছেলেদের 57 কেজি ফ্রিস্টাইল (কাতুলু রবি কুমার)

ABOUT THE AUTHOR

...view details