পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : সিন্ধু ও পূজার হাত ধরে আসবে পদক ? শনিবার নজর অতনুর দিকেও - india schedule of 31st july

পদক জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে শাটলার পিভি সিন্ধু এবং বক্সার পূজা রানি ৷

tokyo olympics 2020
tokyo olympics 2020

By

Published : Jul 30, 2021, 6:39 PM IST

টোকিয়ো, 30 জুলাই : সপ্তাহান্তে কি টোকিয়ো অলিম্পিকসের মঞ্চে উড়বে তেরঙ্গা ? মীরাবাঈ চানু ও লভলিনা বরগোঁহাইয়ের পর অলিম্পিকস পদক কি নিশ্চিত করতে পারবেন দেশের আরও দুই কন্যা পিভি সিন্ধু এবং পূজা রানি ৷ শনিবারই মিলবে এর উত্তর ৷ মেয়েদের ব্যাডমিন্টন সিঙ্গলসের সেমিফাইনালে নামবেন পিভি সিন্ধু ৷ আজ জাপানের আকানে ইয়ামাগুচিকে হারিয়ে সেমিতে পা রেখেছেন সিন্ধু ৷ শনিবার তাঁর প্রতিপক্ষ চিনা তাইপের তাই জু ইং ৷ সেমির বাধা পার করতে পারলে অলিম্পিকসে টানা দ্বিতীয় ব্যক্তিগত পদক জয়ী প্রথম ভারতীয় খেলোয়াড়ে পরিণত হবেন তিনি ৷ দুপুর আড়াইটে নাগাদ রয়েছে এই ম্যাচ ৷

শুধু সিন্ধুই নন, নজর থাকবে বক্সার পূজা রানির দিকেও ৷ মেরি কমের মতো তারকা বক্সারের হারের যন্ত্রণা ভুলিয়ে দিয়েছেন লভলিনা বরগোঁহাই ৷ লভলিনার পর পূজা রানি পদক নিশ্চিত করতে পারেন কি না সেদিকে থাকবে নজর ৷ মেয়েদের বক্সিংয়ের মিডলওয়েটের কোয়ার্টার ফাইনালে পূজার প্রতিপক্ষ চিনের লি কুইয়ান ৷ এছাড়া ছেলেদের বক্সিংয়ে নামছেন অমিত পাঙ্ঘাল ৷ পুরুষদের বক্সিংয়ের পদক জয়ের অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছে অমিতকে ৷

বাংলার ছেলে তিরন্দাজ অতনু দাসের দিকেও থাকবে নজর ৷ রুদ্ধশ্বাস লড়াইয়ে অলিম্পিকসে সোনা জয়ী কোরিয়ার প্রতিপক্ষ ওহ জিনহেকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পা রাখেন অতনু ৷ পদকের আশা জাগিয়েও পারেননি বঙ্গ বধূ দীপিকা কুমারী ৷ এবার যাবতীয় আশা বাংলার ছেলের দিকে ৷

অলিম্পিকসে ভারতের 31 জুলাইয়ের সূচি

ব্যাডমিন্টন

দুপুর 2:30 : মেয়েদের সিঙ্গলস সেমিফাইনাল (পিভি সিন্ধু বনাম তাই জু ইং)

তিরন্দাজি

সকাল 7:18 : পুরুষ ব্যক্তিগত এলিমিনেশন (অতনু দাস)

অ্যাথলেটিক্স

সকাল 6:00 : মেয়েদের ডিসকাস থ্রো গ্রুপ এ (সীমা পুনিয়া)

সকাল 7:25 : গ্রুপ বি (কমলপ্রীত কউর)

বক্সিং

সকাল 7:30 : ছেলেদের ফ্লাইওয়েট শেষ ষোলো (অমিত পাঙ্ঘাল)

দুপুর 3:36 : মেয়েদের মিডলওয়েট কোয়ার্টার ফাইনাল (পূজা রানি)

হকি

সকাল 8:45 : মেয়েদের পুল এ ম্যাচ (ভারত বনাম দক্ষিণ আফ্রিকা)

শুটিং

সকাল 8:30 : মেয়েদের 50 মিটার রাইফেল থ্রি পজিশন কোয়ালিফিকেশন (অঞ্জুম মুদগিল এবং তেজস্বীনী সাওয়ান্ত)

ইকুয়েসট্রিয়ান

সকাল 5:00 : ব্যক্তিগত বিভাগ ড্রেসেজ সেশন 3 (ফওয়াদ মির্জা)

ABOUT THE AUTHOR

...view details