টোকিয়ো, 25 জুলাই : টেবিল টেনিস মহিলাদের সিঙ্গলসে দারুণভাবে এগোচ্ছেন সুতীর্থা মুখোপাধ্যায় ও মণিকা বাত্রা ৷ সোমবারও অলিম্পিকসে এই দুই কন্যার দিকে নজর থাকবে ৷ সকাল সকাল লড়াইয়ে নেমে পড়বেন বাংলার মেয়ে সুতীর্থা ৷ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সুতীর্থার প্রতিপক্ষ পর্তুগালের ফু ইউ ৷ ম্যাচ শুরু সকাল সাড়ে আটটায় ৷ মণিকার পর সুতীর্থারও তৃতীয় রাউন্ডে ওঠার আশায় বাংলার টেবিল টেনিস মহল ৷ তার আগেই অবশ্য পুরুষদের সিঙ্গলসে নেমে পড়বেন শরথ কমল ৷ আজ সিঙ্গলস থেকে ছিটকে গিয়েছেন জি সাথিয়ান ৷ এবার নজর শরথের দিকে ৷
আজ টিটি সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পা রেখেছেন মণিকা বাত্রা ৷ কাল ফের টিটি বোর্ডে নেমে পড়বেন তিনি ৷ প্রি কোয়ার্টার ওঠার ম্যাচে মণিকার প্রতিপক্ষ অস্ট্রিয়ার সোফিয়া পোলকানোভা ৷ এছাড়া রয়েছে মেয়েদের হকি ম্যাচ ৷ প্রতিপক্ষ জার্মানি ৷ প্রথম ম্যাচে হারের ক্ষত ভুলে মেয়েরা ঘুরে দাঁড়াতে পারে কি না সেটাই দেখার ৷ পাশাপাশি ফেন্সিংয়ে নামছেন ভবানী দেবী ৷ এছাড়া তিরন্দাজি, সেলিং, শুটিংয়ের খেলা রয়েছে ৷
আরও পড়ুন : Tokyo Olympics : হোয়াট আ কামব্যাক ! মণিকার লড়াইয়ে মুগ্ধ মাস্টার ব্লাস্টার
দেখে নিন অলিম্পিকসে ভারতীয় দলের 26 জুলাইয়ের সূচি -
সকাল 5:30 : ফেন্সিং মেয়েদের ব্যক্তিগত বিভাগ (ভবানী দেবী)
সকাল 6:00টা : আর্চারি পুরুষ দলের এলিমিনেশন রাউন্ড (অতনু দাস, প্রবীণ যাদব, তরুণদীপ রাই )
সকাল 6:30টা : শুটিং পুরুষদের স্কিট কোয়ালিফিকেশন (মাইরাজ আহমেদ খান, অঙ্গদ বীর সিং বাজওয়া)
সকাল 6:30টা : টেবিল টেনিস পুরুষ সিঙ্গলস রাউন্ড 2 (শরথ কমল)