টোকিয়ো, 7 অগস্ট : শেষ পর্যন্ত লড়ে গেলেন ৷ পদকের লড়াইয়ে টিকে থেকে স্বপ্ন দেখাচ্ছিলেন ৷ কিন্তু একটুর জন্য অলিম্পিকস পদক হাতছাড়া হয়ে গেল দেশের মহিলা গল্ফার অদিতি অশোকের ৷ মেয়েদের গল্ফ স্ট্রোক প্লে-র ফাইনালে চতুর্থ স্থানে শেষ করলেন অদিতি ৷ ভারতীয় গল্ফারদের মধ্যে অলিম্পিকসে এটাই সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স ৷ পদক হাতছাড়া হলেও অদিতির লড়াই প্রশংসা আদায় করে নিয়েছে ৷ গল্ফে পদক জয়ের আশা ভঙ্গ হলেও 23 বছরের এই তরুণ গল্ফারকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা ৷ তার মধ্যে রয়েছেন প্রাক্তন অলিম্পিয়ানরাও ৷
দেশবাসীর মধ্য়ে স্বপ্নটা চাগিয়ে দিয়েছিলেন গতকালই ৷ মহিলাদের গল্ফের স্ট্রোক প্লে-র তৃতীয় রাউন্ডে শেষ করেছিলেন দ্বিতীয় স্থানে ৷ তাই বছর তেইশের গল্ফার অদিতি অশোকের সমর্থনে টিভির সামনে বসে পড়েছিলেন ক্রীড়াপ্রেমীরা ৷ আমেরিকার কোরডা নেলি ও নিউজ়িল্যান্ডের কো লিডিয়ার সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করে গিয়েছেন অদিতি ৷ কিন্তু একেবারে শেষমুহূর্তে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় ৷ বৃষ্টি শুরু হওয়ার সময় যুগ্মভাবে তৃতীয় স্থানে ছিলেন তিনি ৷ বৃষ্টি শেষে অন্তিম দুটি হোলের খেলা শুরু হতেই একধাপ নীচে নেমে যান অদিতি ৷ যা বজায় রইল শেষ পর্যন্ত ৷