টোকিয়ো, 4 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে কুস্তির 86 কেজি বিভাগের ফাইনালে হারলেন ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়া ৷ আমেরিকার ডেভিড মরিস টেলরের কাছে হারতে হল তাঁকে ৷ তবে ব্রোঞ্জের জন্য লড়বেন তিনি ৷
এদিন আমেরিকার কুস্তিগীর দাঁড়াতেই দেননি দীপককে ৷ ফার্স্ট পর্বেই বাউট শেষ করে দেন ডেভিড । শেষ পর্যন্ত 10-0 পয়েন্টের ব্যবধানে ফাইনালে দীপককে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ডেভিড মরিস টেলর ৷ ফলে দ্বিতীয় পর্ব অবধি গড়ায়নি খেলা ৷