টোকিয়ো, 8 অগস্ট : 15 দিনের মহাযজ্ঞের পরিসমাপ্তি ৷ জাঁকজমক পূর্ণ সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হল টোকিয়ো অলিম্পিকস 2020 (Tokyo Olympics 2020) ৷ আজ টোকিয়ো-তে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক (Indian flag bearer) হলেন কুস্তিগীর ব্রোঞ্জ পদক জয়ী বজরং পুনিয়া (Bajrang Punia) ৷ 86 দেশের অলিম্পিয়ানদের সঙ্গে তিনি ভারতের জাতীয় পতাকা নিয়ে সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে প্রবেশ করেন ৷ সেই সঙ্গে ছিলেন ভারতের অন্য অ্যাথলিটরা ৷ অলিম্পিকসে অংশ নেওয়া ভারতীয়দের আজ শেষদিনে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷
আজ টোকিয়ো অলিম্পিকস 2020’র সমাপ্তি অনুষ্ঠানে (Tokyo Olympics 2020 Closing Ceremony) রীতি মেনে ম্যারাথনে অংশ নেওয়া বিজয়ী অ্যাথলিটদের পদক দেওয়া হয় ৷ মহিলাদের ম্যারাথনে সোনা এবং রুপো জিতেছেন কেনিয়ার দুই অ্যাথলিট পেরেস জেপচিরচির এবং ব্রিগিড কোসগেই ৷ অন্যদিকে, মহিলাদের ম্যারাথনে ব্রোঞ্জ জিতেছেন আমেরিকার মলি সেইডেল ৷ পুরুষদের ম্যারাথনে সোনা জিতেছেন কেনিয়ার অ্যাথলিট এলিডু কিপচোগে, রুপো জিতেছেন নেদারল্যান্ডসের আবিদি নাগিয়ে এবং ব্রোঞ্জ জিতেছেন বেলজিয়ামের বাশির আবিদি ৷