টোকিয়ো, 31 জুলাই : কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল দেশের মহিলা বক্সার পূজা রানিকে ৷ পদকের আশা জাগিয়েও পারলেন না তিনি ৷ আজ 75 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পূজার প্রতিপক্ষ ছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন এবং অলিম্পিকসে পদকজয়ী চিনের লি কিয়ান ৷ চিনা প্রতিপক্ষ ভারতীয় বক্সারকে 5-0 ব্যবধানে হারিয়েছেন ৷ হরিয়ানার বক্সার আজ জিতলে ভারতের ঘরে আসত আরও একটি পদক ৷
গতকাল বক্সিংয়ে পদক নিশ্চিত হয়েছে ভারতের ৷ অসমের 23 বছরের বক্সার লভলিনা বরগোঁহাই আপাতত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন ৷ আজ আরও একটি পদকের আশায় ছিল দেশবাসী ৷ কিন্তু হতাশ করলেন হরিয়ানার বক্সার পূজা রানি ৷ কোয়ার্টার ফাইনালে চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি পূজা ৷