পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : ব্যর্থ বক্সার পূজা রানিও, একপেশে লড়াইয়ে ছিটকে গেলেন - boxer pooja rani

আজ আরও একটি পদকের আশায় ছিল দেশবাসী ৷ কিন্তু হতাশ করলেন হরিয়ানার বক্সার পূজা রানি ৷

Tokyo Olympics
Tokyo Olympics

By

Published : Jul 31, 2021, 4:58 PM IST

টোকিয়ো, 31 জুলাই : কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল দেশের মহিলা বক্সার পূজা রানিকে ৷ পদকের আশা জাগিয়েও পারলেন না তিনি ৷ আজ 75 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পূজার প্রতিপক্ষ ছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন এবং অলিম্পিকসে পদকজয়ী চিনের লি কিয়ান ৷ চিনা প্রতিপক্ষ ভারতীয় বক্সারকে 5-0 ব্যবধানে হারিয়েছেন ৷ হরিয়ানার বক্সার আজ জিতলে ভারতের ঘরে আসত আরও একটি পদক ৷

গতকাল বক্সিংয়ে পদক নিশ্চিত হয়েছে ভারতের ৷ অসমের 23 বছরের বক্সার লভলিনা বরগোঁহাই আপাতত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন ৷ আজ আরও একটি পদকের আশায় ছিল দেশবাসী ৷ কিন্তু হতাশ করলেন হরিয়ানার বক্সার পূজা রানি ৷ কোয়ার্টার ফাইনালে চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি পূজা ৷

আরও পড়ুন : Tokyo Olympics : হতাশ করলেন পঙ্ঘল, বিদায় ভারতীয় বক্সারের

বক্সিংয়ে হতাশা দিয়ে শুরু হয়েছিল আজকের দিনটা ৷ মেরি কমের পর বক্সিংয়ে পদক জয়ের দাবিদার ধরা হচ্ছিল অমিত পাঙ্ঘালকে ৷ আজ 52 কেজি বিভাগের প্রথম বাছাই অমিত দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন ৷ পুরুষ বক্সারদের মধ্যে একমাত্র শেষ আটের টিকিট পাকা করেছেন সতীশ কুমার ৷ অমিত ছাড়া মণীশ কৌশিক, বিকাশ কিষাণ ও আশিস কুমার একটিও বাউট না জিতে অলিম্পিকস থেকে বিদায় নিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details