টোকিয়ো, 25 জুলাই : চ্যাম্পিয়নের মতোই টোকিয়ো অলিম্পিকসে যাত্রা শুরু হল ভারতীয় বক্সার মেরি কমের ৷ ওমেনস ফ্লাইওয়েটের 51 কেজি বিভাগে দুরন্ত জয় পেলেন মেরি ৷ তাঁর প্রতিপক্ষ ছিল ডমিনিকান রিপাবলিকের মিগুইলিনা হার্নান্ডেজ ৷ প্রতিপক্ষকে 4-1 ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে চলে গেলেন মেরি ৷
ছ‘বারের বিশ্ব চ্যাম্পিয়ন, 2012 সালের অলিম্পিকস পদক জয়ী মেরি ৷ বয়স ও অভিজ্ঞতায় প্রতিপক্ষ মিগুইলিনা হার্নান্ডেজের থেকে কয়েক গুণ এগিয়ে ছিলেন ৷ ফলে সহজ জয় পেতে সময় লাগেনি ৷ যদিও 15 বছরের ছোট প্রতিপক্ষ লড়াই দেওয়ার বেশ চেষ্টা করেছেন ৷ প্রথম রাউন্ডে লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি ৷ ওপেনিং রাউন্ডে মেরির পক্ষে ফলাফল ছিল 3-2 ৷ 38 বছরের মেরি দ্বিতীয় রাউন্ডটা বেশ সতর্ক হয়ে শুরু করেন ৷ অন্যদিকে ম্যাচের রং পাল্টাতে মরিয়া হয়ে নেমেছিলেন হার্নান্ডেজ ৷ কিন্তু রাউন্ডটি দুটো কার্ডে জিতে নেন মেরি ৷