টোকিয়ো, 27 জুলাই : হতাশার মঙ্গলবারে দেশবাসীর মুখে হাসি ফোটালেন বক্সার লভলিনা বরগোঁহাই ৷ 69 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠলেন দেশের এই মহিলা বক্সার ৷ মহিলাদের ওয়েল্টার ওয়েটের 69 কেজি বিভাগে আজ লভলিনার প্রতিপক্ষ ছিলেন জার্মানির নাদিন অ্যাপজ ৷ জার্মান বক্সারকে 3-2 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখলেন লভলিনা ৷ প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন তিনি ৷ আর একধাপ এগোলেই পদক আসবে তাঁর মুঠোয় ৷
অলিম্পিকসের মঞ্চে অভিষেকেই পদক জয়ের সম্ভাবনা জোরালো করে তুলেছেন লভলিনা ৷ পাশাপাশি তিনি হলেন প্রথম অসমিয়া বক্সার যিনি অলিম্পিকসে কোয়ালিফাই করেছেন ৷ প্রথম রাউন্ডে বাই পাওয়ার পর আজ জার্মানির নাদিনের বিরুদ্ধে বাউটের শুরুটা ধীর স্থির ভাবে করেন লভলিনা ৷ প্রথম রাউন্ডে ভারতীয় বক্সারকে এগিয়ে রাখেন তিন বিচারক ৷ দ্বিতীয় রাউন্ডে আক্রমণাত্মক দেখায় তাঁকে ৷ আপার কাটে প্রতিপক্ষকে ঘায়েল করতে থাকেন ৷ দ্বিতীয় রাউন্ডেও লভলিনাকেই এগিয়ে রাখেন বিচারকরা ৷ তৃতীয় রাউন্ডেও ছবিটার পরিবর্তন হয়নি ৷ সব মিলিয়ে 3-2 ব্যবধানে বাউট জিতে যান লভলিনা ৷