টোকিয়ো , 28 জুলাই : দিনের শুরুটা ভাল হল ভারতীয় অ্যাথলিটদের ৷ পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে শেষ ষোলোয় পৌঁছালেন ভারতের তরুণদীপ রাই ৷
রাউন্ড অফ 32-এর লড়াইয়ে ইউক্রেনের প্রতিযোগী ওলেক্সি হুনবিনকে 6-4 পয়েন্টে হারালেন তরুণদীপ ৷ পাঁচ সেটের লড়াইয়ে তরুণদীপ মোট স্কোর করেন 133 ৷ অন্যদিকে ইউক্রেনের প্রতিযোগী ওলেক্সি হুনবিন করেন 129 ৷ সেট পয়েন্টের ভিত্তিতে চতুর্থ সেট পর্যন্ত দু’জনের পয়েন্ট ছিল 4-4 ৷ কিন্তু শেষ সেটে বাজিমাত করেন ভারতীয় এই তিরন্দাজ ৷