টোকিয়ো, 30 জুলাই : থালার একপাশে সাজানো ভাত ৷ পাশেই বাটিতে ডাল, সবজি, ভাজা ইত্যাদি ইত্যাদি ৷ হাঁটু মুড়ে মেঝেয় বসে মীরাবাঈ চানু তৃপ্তি করে খেয়েছেন বাড়ির খাবার ৷ দেখলে মনে হবে না কিছুদিন আগেই বিদেশের মাটিতে 202 কেজি ওজন তুলে রুপোর পদক জিতেছেন ৷ মনে হবে পাশের বাড়ির মেয়ে ৷ টোকিয়ো অলিম্পিকসে রুপোজয়ী চানু এখন দেশের আইকন ৷ চানুর সহজ সরল জীবনযাত্রা মুগ্ধ করেছে সবাইকে ৷ কোন পরিস্থিতি থেকে উঠে এসে অলিম্পিকসে পদক জিতেছেন সেটাও বুঝেছে দেশবাসী ৷
পরিবার কোনওদিনই সেভাবে স্বচ্ছল ছিল না ৷ উত্তর-পূর্ব ভারতের মণিপুরের মেয়ে মীরাবাঈ চানু সব প্রতিবন্ধকতাকে দূরে হটিয়ে অলিম্পিকে সাফল্য পেয়েছেন ৷ যে সাফল্যকে পাখির চোখ করে টানা পাঁচবছর ধরে পরিশ্রম করে চলেছিলেন ৷ বাড়ি গিয়েছেন মাত্র পাঁচবার ৷ করোনা, অলিম্পিকসের প্রস্তুতি সব মিলিয়ে গত দু'বছর ধরে তো বাড়িই ফিরতে পারেননি ৷ মুখে তুলতে পারেননি মায়ের হাতের খাবার ৷ তাই টোকিয়োয় পদক জিতে দেশে ফিরেই পৌঁছে গিয়েছেন ইম্ফলের বাড়িতে ৷ বহুদিন পর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন ৷ মেঝেতে বসে ভাত খাওয়ার ছবি নিজেই টুইট করেন চানু ৷ ক্যাপশনে লেখা, "দীর্ঘ দু'বছর পর বাড়ির খাবার খাওয়ার সুযোগ পেলে মুখে এমন হাসি দেখা যায় ৷"