কলকাতা, 1 অগাস্ট : মনপ্রীতদের অলিম্পিকস পদকের স্বপ্ন কিংবদন্তি অলিম্পিয়ান গুরুবক্স সিংয়ের চোখে । গ্রেট ব্রিটেনকে 3-1 গোলে হারিয়ে টোকিও অলিম্পিকসের সেমিফাইনালে উঠেছে ভারতের হকি দল । যে ঘটনা ঘটেছে 41 বছর পর ।
1972 সালে সেমিফাইনাল খেলার পরে 1980 সালে মস্কো অলিম্পিকসে সোনা জিতেছিল ভারত । এর পর 1984 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে পঞ্চম হওয়া ছিল স্মরণাতীত কালের সেরা সাফল্য । এবার নিপ্পনের দেশে ভারতীয় হকির সাফল্য স্বপ্ন দেখাচ্ছে গোটা দেশকে । 1964 সালের অলিম্পিকসের সোনা জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য গুরুবক্স সিং বলছেন, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 7-1 গোলে পরাজয় একটা অঘটন । তারপর পরপর চারটে ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছে ভারতীয় পুরুষ হকি দল ।"