টোকিয়ো, 5 অগস্ট : অভিনব বিন্দ্রা হওয়া হল না রবি কুমার দাহিয়ার ৷ সোনা জয়ের দোরগোড়া থেকে ফিরতে হল কুস্তিগীর রবি কুমার দাহিয়াকে ৷ 57 কেজি ফ্রি-স্টাইল রেসলিংয়ের ফাইনালে রাশিয়ান অলিম্পিকস কমিটির প্রতিযোগী জাভুর ইউগুয়েভের কাছে 7-4 পয়েন্টে হারলেন দাহিয়া ৷
রেসলিংয়ের 86 কেজি বিভাগে সেমিফাইনালে হেরে সোনা ও রুপোর দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিলেন ভারতের আরও এক কুস্তিগীর দীপক পুনিয়া ৷ তাই সবার প্রত্যাশা ছিল রবি কুমার দাহিয়ার উপর ৷ কিন্তু ফাইনালে নিজেকে ছাপিয়ে যেতে পারলেন না এই কুস্তিগীর ৷