পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ravi Kumar Dahiya : সোনা অধরা, ফাইনাল হেরে রুপো জয় দাহিয়ার - Indian Wrestler Ravi Kumar Dahiya

রেসলিংয়ের 86 কেজি বিভাগে সেমিফাইনালে হেরে সোনা ও রুপোর দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিলেন ভারতের আরও এক কুস্তিগীর দীপক পুনিয়া ৷ তাই সবার প্রত্যাশা ছিল রবি কুমার দাহিয়ার উপর ৷ কিন্তু ফাইনালে নিজেকে ছাপিয়ে যেতে পারলেন না এই কুস্তিগীর ৷

রবি কুমার দাহিয়া
রবি কুমার দাহিয়া

By

Published : Aug 5, 2021, 4:41 PM IST

Updated : Aug 5, 2021, 4:55 PM IST

টোকিয়ো, 5 অগস্ট : অভিনব বিন্দ্রা হওয়া হল না রবি কুমার দাহিয়ার ৷ সোনা জয়ের দোরগোড়া থেকে ফিরতে হল কুস্তিগীর রবি কুমার দাহিয়াকে ৷ 57 কেজি ফ্রি-স্টাইল রেসলিংয়ের ফাইনালে রাশিয়ান অলিম্পিকস কমিটির প্রতিযোগী জাভুর ইউগুয়েভের কাছে 7-4 পয়েন্টে হারলেন দাহিয়া ৷

রেসলিংয়ের 86 কেজি বিভাগে সেমিফাইনালে হেরে সোনা ও রুপোর দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিলেন ভারতের আরও এক কুস্তিগীর দীপক পুনিয়া ৷ তাই সবার প্রত্যাশা ছিল রবি কুমার দাহিয়ার উপর ৷ কিন্তু ফাইনালে নিজেকে ছাপিয়ে যেতে পারলেন না এই কুস্তিগীর ৷

আরও পড়ুন : India Hockey : ভারতীয় হকির সূর্যোদয়, বলছেন প্রাক্তনরা

আজ প্রথম পিরিয়ডেই 4-2 ব্যবধানে পিছিয়ে পড়েন ৷ দ্বিতীয় পিরিয়ডেও মাত্র 2 পয়েন্ট সংগ্রহ করেন দীপক ৷ অন্যদিকে জাভুর প্রথম থেকেই দীপককে কোনও সুযোগ দেননি ৷ দ্বিতীয় পিরিয়ডেও 3 পয়েন্ট তুলে নেন তিনি ৷ ফলে স্বর্ণ পদক ছোঁয়া হল না দীপকের ৷

Last Updated : Aug 5, 2021, 4:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details