পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

PV Sindhu : দেশে ফিরেই 30 লাখ টাকার পুরস্কার পাচ্ছেন সিন্ধু - পিভি সিন্ধু

টোকিয়ো অলিম্পিকস থেকে ব্রোঞ্জ জিতে ফিরছেন পিভি সিন্ধু ৷ তাঁকে 30 লাখ টাকার আর্থিক পুরস্কার দেবে অন্ধ্রপ্রদেশ সরকার ৷

pv sindhu
pv sindhu

By

Published : Aug 3, 2021, 11:49 AM IST

নয়াদিল্লি, 3 অগস্ট : অলিম্পিকসে ব্রোঞ্জ পদক জিতে মোটা টাকার পুরস্কার পাচ্ছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ৷ দেশে ফিরলেই 30 লাখ টাকার আর্থিক পুরস্কার পাবেন ৷ ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি ৷ রাজ্যের স্পোর্টস পলিসি অনুযায়ী অলিম্পিকসে ব্রোঞ্জ পদক জয়ীদের জন্য 30 লাখ টাকার আর্থিক পুরস্কার বরাদ্দ ৷ ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

টোকিয়োয় ইতিহাস গড়েছেন সিন্ধু ৷ দুটি অলিম্পিকস পদক জয়ী দেশের প্রথম মহিলা খেলোয়াড় তিনি ৷ সিন্ধুর এই সাফল্যে উচ্ছ্বসিত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ ব্রোঞ্জ জয়ের পরই টুইটারে অভিনন্দন জানান ৷ এরপর আর্থিক পুরস্কার ঘোষণা করেন ৷ টোকিয়ো যাওয়ার আগেও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সিন্ধু ৷ তাঁর আশীর্বাদ নিয়েই পদক জয়ের লড়াইয়ে নেমে পড়েন ৷

আরও পড়ুন : PV Sindhu : অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছেন না সিন্ধু

বিশাখাপটনমে নিজের ব্যাডমিন্টন অ্যাকাডেমি গড়তে চলেছেন সিন্ধু ৷ এর জন্য অন্ধ্রপ্রদেশ সরকার 2 একর জমি অনুমোদন করেছে ৷ অ্যাকাডেমিতে প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড়দের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকবে ৷ 10 কোটি টাকা খরচে দুই পর্যায়ে অ্যাকাডেমি গড়ে তোলা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details