টোকিয়ো, 31 জুলাই : সোনা-রুপোর দৌড় থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু ৷ সেমিফাইনালে চিনা তাইপেইয়ের প্রতিযোগী তাই জু ইং -র কাছে স্ট্রেট গেমে হারলেন ভারতের শাটলার ৷ খেলার ফলাফল 18-21, 12-21 ৷
বরাবরই সিন্ধুর বড় গাঁট চিনা তাইপেইয়ের প্রতিযোগী তাই জু ইং ৷ ব্যাডমিন্টন বিশ্বে পিভি সিন্ধু বনাম তাই জু ইং দ্বৈরথের আলাদা কদর রয়েছে ৷ এই চিনা তাইপের প্রতিযোগীর বিরুদ্ধে সিন্ধুর রেকর্ড খুব একটা ভাল ছিল না ৷ এর আগে দু‘জনে মোট 18 বার মুখোমুখি হয়েছিলে ৷ তার মধ্যে 13 বার হারের মুখ দেখতে হয়েছিল সিন্ধুকে ৷ সিন্ধু দাপটে তাই জু বধ হয়েছিলেন মাত্র পাঁচবার ৷ সিন্ধুর কথায়, ব্যাডমিন্টন বিশ্বের সবচেয়ে চতুর খেলোয়াড় তাই জু ইং ৷ এবার টোকিয়োর অলিম্পিকসের মঞ্চে সেই চতুর খেলোয়াড়ের কাছেই হার মানতে হল ভারতীয় শাটলারকে ৷