হায়দরাবাদ, 4 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে (Tokyo Olympics) ব্রোঞ্জ জেতার পর মঙ্গলবারই দেশে ফিরেছেন পি ভি সিন্ধু (PV Sindhu) ৷ এবার কোচ পার্ক তায়ে-সাং-কে সঙ্গে নিয়ে হায়দরাবাদে নিজের বাড়িতে পৌঁছলেন অলিম্পিকস পদকজয়ী ৷ আজ বাড়িতে পৌঁছানোর পর সিন্ধুকে বরণ করে স্বাগত জানানো হয় ৷ তাঁকে সাহায্য করার জন্য তেলাঙ্গানা (Telangana) সরকারকে এদিন ধন্যবাদ জানিয়েছেন সিন্ধু ৷
আজ হায়দরাবাদ এয়ারপোর্টে অবতরণের পর সাংবাদিকদের সামনে সিন্ধু তেলাঙ্গানা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ৷ করোনার সময়ে পুলিশ প্রশাসন প্রতিনিয়ত সাধারণ মানুষের সেবায় নিজেদের উজার করে দিয়েছে ৷ এমনকি এখনও করোনার প্রকোপ কমেনি ৷ এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন যে প্রতিনিয়ত মানুষের সেবা করে চলেছে, তার জন্য ধন্যবাদ জানিয়েছেন সিন্ধু ৷
আরও পড়ুন : Tokyo Olympics 2020 : সেমিফাইনালে জয়, সোনার দৌড়ে দাহিয়া
অন্যদিকে, অলিম্পিকসে নিজের দ্বিতীয় পদক জয় নিয়ে সিন্ধু জানান, এটা তাঁর কাছে খুব গর্বের মুহূর্ত ৷ তিনি বলেন, ‘‘এটা আমার কাছে গর্বের মুহূর্ত ৷ আমরা টোকিয়ো থেকে পদক জিতে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করেছি ৷ আর সেই স্বপ্ন সত্যি হয়েছে ৷ আমি আমার কোচ এবং সুচিত্রা অ্যাকাডেমিকে ধন্যবাদ জানাতে চাই ৷ আমি আমার পরিবারের সদস্যদেরও ধন্যবাদ জানাব সবসময় আমার পাশে থাকার জন্য ৷ সেই সঙ্গে আমার সাপোর্ট স্টাফদেরও এই পদকের কৃতিত্ব দেব ৷ আর আমার স্পনসরদের ধন্যবাদ, সবরকম সুবিধা প্রদানের জন্য ৷’’
আরও পড়ুন :Tokyo Olympics : প্যারিস অলিম্পিকসেও খেলবেন, জানিয়ে দিলেন সিন্ধু
মঙ্গলবার টোকিয়ো থেকে ভারতে ফেরার পর সিন্ধু তাঁর পুরো কোচিং দলকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু-র সঙ্গে দেখা করতে যান ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিন্ধু জানিয়েছিলেন, তিনি আগামী 2024 প্যারিস অলিম্পিকসে অংশ নেবেন ৷ সেখানে নিজের 100 শতাংশ দিয়ে খেলবেন ৷ আর তার জন্য প্রস্তুতিতে অনেক সময় তাঁর কাছে রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় তারকা শাটলার ৷ পাশাপাশি তাঁর এই সাফল্যের পিছনে বর্তমান ও প্রাক্তন কোচদের অবদান অনস্বীকার্য বলে জানিয়েছেন সিন্ধু ৷ অতীতের কোচদের থেকে পাওয়া শিক্ষা ব্যাডমিন্টন কোর্টে তাঁকে প্রতিমুহূর্তে সাহায্য করে বলে এদিন জানিয়েছেন ভারতের জোড়া অলিম্পিক পদকজয়ী শাটলার ৷