নয়াদিল্লি, 23 জুলাই : ক্রীড়াক্ষেত্রে ভারতকে উন্নতি করতে হলে রাজ্যে ও কেন্দ্রকে একসঙ্গে কাজ করতে হবে ৷ এমনটাই মনে করেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ প্রথমে অনুরাগ ঠাকুর বলেন স্পোর্টসের উন্নতি রাজ্যের বিষয় ৷ তবে একই সঙ্গে তিনি বলেন যদি রাজ্য ও কেন্দ্র একসঙ্গে কাজ করে তাহলে নিকট ভবিষ্যতে ভারত ক্রীড়াক্ষেত্র পাওয়ার হাউস হতে পারে ৷
অলিম্পিকসে পদক জয়ীদের সরকারি চাকরি ও নগদ অর্থ পুরস্কার দেওয়া উচিত রাজ্যগুলির বলে দাবি করেন অনুরাগ ঠাকুর ৷ তিনি বলেন স্পোর্টসে উৎসাহ দিতে রাজ্য ও কেন্দ্রকে একত্রিত হতে হবে ৷
মেজর ধ্যান চাঁদ জাতীয় স্টেডিয়ামে অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান দেখার সময় অনুরাগ ঠাকুর বলেন, ‘‘ স্পোর্টস উন্নতি করার রাজ্যের বিষয় ৷ কিন্তু শেষ কয়েক বছর কেন্দ্র স্পোর্টসের জন্য অনেক কিছু করেছে ৷ খেলো ইন্ডিয়া ও টপস (TOPS) বা টার্গেট ফর অলিম্পিকস পোডিয়াম স্কিম লঞ্চ করা হয়েছে ৷ পঞ্জাব, হরিয়ানা ও ওড়িশা এই বিষয়ে এগিয়ে এসেছে ৷ পদক জয়ীদের নগদ পুরস্কার ও সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷’’