নয়াদিল্লি, 23 অগস্ট : 24 অগস্ট মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টোকিয়োয় প্যারাঅলিম্পিকস ৷ যেখানে এবার ভারতের হয়ে মোট 58 জন প্যারাঅলিম্পিয়ান অংশ নেবেন ৷ 1968 সাল থেকে ভারত প্যারাঅলিম্পিকসে অংশ নিচ্ছে ৷ সেই সময় থেকে 2016 রিও প্যারাঅলিম্পিকস পর্যন্ত ভারত মোট 12টি পদক জিতেছে ৷ 4টি সোনা, 4টি রুপো এবং 4টি ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা ৷
1972 হাইডেলবার্গ প্যারাঅলিম্পিকস
মুরলীকান্ত পেটকার (Muralikant Petkar), সোনা জয়ী
মুরলীকান্ত পেটকার প্যারাঅলিম্পিকসে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন ৷ 50 মিটার ফ্রিস্টাইল সাঁতার ইভেন্টে মাত্র 37.33 সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করে বিশ্ব রেকর্ড তৈরি করেন ৷ প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনীতে বক্সার ছিলেন মুরলীকান্ত পেটকার ৷ তিনি 1965 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধে নিজের হাত খোয়ান ৷ তার পরেই তিনি সাঁতার এবং অন্যান্য ক্রীড়া ক্ষেত্রে অংশ নেওয়া শুরু করেন ৷
আরও পড়ুন : Tokyo Paralympics : 25 অগস্ট প্যারাঅলিম্পিকসে টেবিল টেনিস দিয়ে যাত্রা শুরু ভারতের
1984 নিউইর্য়ক এবং স্টোক ম্যান্ডেভিল প্যারাঅলিম্পিকস
যোগীন্দর সিং বেদী (Joginder Singh Bedi), 1টি রুপো ও 2টি ব্রোঞ্জ জয়ী
যোগীন্দর সিং বেদী শট পুট প্রতিযোগিতায় রুপো জিতেছিলেন ৷ সেই সঙ্গে ডিসকাস এবং জ্যাভলিন থ্রোয়ে ব্রোঞ্জ পদক জেতেন ৷ ভারতীয় হিসেবে সর্বাধিক প্যারাঅলিম্পিকসে পদক জেতার রেকর্ড রয়েছে তাঁর নামে ৷
ভীমরাও কেসারকার, রুপো জয়ী
1984 সাল প্যারাঅলিম্পিকসে ছেলেদের জ্যাভলিন থ্রোয়ে ভীমরাও কেসারকার রুপো জেতেন ৷ তিনি ভারতের প্রতিযোগী যোগীন্দর সিং বেদীর আগে শেষ করেন ৷
আরও পড়ুন :Tokyo Paralympics 2020 : অপেক্ষা করেও দেখা পাননি মুখ্যমন্ত্রীর, পদকের ছটায় অবহেলা মুছতে চান সাকিনা
2004 এথেন্স প্যারাঅলিম্পিকস
দেবেন্দ্র ঝাঝারিয়া (Devendra Jhajharia), সোনা জয়ী
2004 সালে এথেন্স প্যারাঅলিম্পিকসে ভারতের পদক জয়ের 20 বছরের প্রতিক্ষার অবসান হয় ৷ জ্যাভলিন থ্রোয়ে 62.15 মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন দেবেন্দ্র ঝাঝারিয়া ৷ তাঁর এই থ্রো একটি রেকর্ড হিসেবে রয়ে গিয়েছে ৷ এটি এমন একটি রেকর্ড যা তিনি বারো বছর পর, 2016 সালে নতুন করে লেখেন ৷ ফের রেকর্ড করে সোনা জেতেন তিনি ৷ রাজস্থানের চুরু জেলার একটি ছোট্ট গ্রাম থেকে তিনি উঠে এসেছেন ৷ মাত্র আট বছর বয়সে তাঁর বাঁ হাত বাদ হয়ে যায় ৷ একটি গাছে উঠতে গিয়ে বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি ৷ ঝাঝারিয়া টোকিয়ো প্যারাঅলিম্পিকসেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ৷