পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India at Paralympics : প্যারাঅলিম্পিকসে ভারতের পদক জয়ীরা

এবার ভারতের হয়ে মোট 58 জন প্যারাঅলিম্পিয়ান অংশ নেবেন ৷ যা ভারতের হয়ে প্যারা অলিম্পিকসে অংশ নেওয়া সর্বাধিক অলিম্পিয়ান ৷ 24 অগস্ট থেকে টোকিয়োতে শুরু হচ্ছে প্যারাঅলিম্পিকস ৷

By

Published : Aug 23, 2021, 2:48 PM IST

meet-the-indias-past-paralympics-athletes-medal-winner
প্যারা অলিম্পিকসে ভারতের পদক জয়ীরা

নয়াদিল্লি, 23 অগস্ট : 24 অগস্ট মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টোকিয়োয় প্যারাঅলিম্পিকস ৷ যেখানে এবার ভারতের হয়ে মোট 58 জন প্যারাঅলিম্পিয়ান অংশ নেবেন ৷ 1968 সাল থেকে ভারত প্যারাঅলিম্পিকসে অংশ নিচ্ছে ৷ সেই সময় থেকে 2016 রিও প্যারাঅলিম্পিকস পর্যন্ত ভারত মোট 12টি পদক জিতেছে ৷ 4টি সোনা, 4টি রুপো এবং 4টি ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা ৷

1972 হাইডেলবার্গ প্যারাঅলিম্পিকস

মুরলীকান্ত পেটকার (Muralikant Petkar), সোনা জয়ী

মুরলীকান্ত পেটকার প্যারাঅলিম্পিকসে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন ৷ 50 মিটার ফ্রিস্টাইল সাঁতার ইভেন্টে মাত্র 37.33 সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করে বিশ্ব রেকর্ড তৈরি করেন ৷ প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনীতে বক্সার ছিলেন মুরলীকান্ত পেটকার ৷ তিনি 1965 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধে নিজের হাত খোয়ান ৷ তার পরেই তিনি সাঁতার এবং অন্যান্য ক্রীড়া ক্ষেত্রে অংশ নেওয়া শুরু করেন ৷

আরও পড়ুন : Tokyo Paralympics : 25 অগস্ট প্যারাঅলিম্পিকসে টেবিল টেনিস দিয়ে যাত্রা শুরু ভারতের

1984 নিউইর্য়ক এবং স্টোক ম্যান্ডেভিল প্যারাঅলিম্পিকস

যোগীন্দর সিং বেদী (Joginder Singh Bedi), 1টি রুপো ও 2টি ব্রোঞ্জ জয়ী

যোগীন্দর সিং বেদী শট পুট প্রতিযোগিতায় রুপো জিতেছিলেন ৷ সেই সঙ্গে ডিসকাস এবং জ্যাভলিন থ্রোয়ে ব্রোঞ্জ পদক জেতেন ৷ ভারতীয় হিসেবে সর্বাধিক প্যারাঅলিম্পিকসে পদক জেতার রেকর্ড রয়েছে তাঁর নামে ৷

ভীমরাও কেসারকার, রুপো জয়ী

1984 সাল প্যারাঅলিম্পিকসে ছেলেদের জ্যাভলিন থ্রোয়ে ভীমরাও কেসারকার রুপো জেতেন ৷ তিনি ভারতের প্রতিযোগী যোগীন্দর সিং বেদীর আগে শেষ করেন ৷

আরও পড়ুন :Tokyo Paralympics 2020 : অপেক্ষা করেও দেখা পাননি মুখ্যমন্ত্রীর, পদকের ছটায় অবহেলা মুছতে চান সাকিনা

2004 এথেন্স প্যারাঅলিম্পিকস

দেবেন্দ্র ঝাঝারিয়া (Devendra Jhajharia), সোনা জয়ী

2004 সালে এথেন্স প্যারাঅলিম্পিকসে ভারতের পদক জয়ের 20 বছরের প্রতিক্ষার অবসান হয় ৷ জ্যাভলিন থ্রোয়ে 62.15 মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন দেবেন্দ্র ঝাঝারিয়া ৷ তাঁর এই থ্রো একটি রেকর্ড হিসেবে রয়ে গিয়েছে ৷ এটি এমন একটি রেকর্ড যা তিনি বারো বছর পর, 2016 সালে নতুন করে লেখেন ৷ ফের রেকর্ড করে সোনা জেতেন তিনি ৷ রাজস্থানের চুরু জেলার একটি ছোট্ট গ্রাম থেকে তিনি উঠে এসেছেন ৷ মাত্র আট বছর বয়সে তাঁর বাঁ হাত বাদ হয়ে যায় ৷ একটি গাছে উঠতে গিয়ে বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি ৷ ঝাঝারিয়া টোকিয়ো প্যারাঅলিম্পিকসেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ৷

রাজিন্দর সিং রাহেলু, ব্রোঞ্জ জয়ী

এথেন্স প্যারাঅলিম্পিকসে দ্বিতীয় অ্যাথলিট হিসেবে তিনি পদক জেতেন ৷ পুরুষদের 56 কেজি ভারোত্তলন বিভাগে 157.5 কেজি ওজন তুলে ব্রোঞ্জ জেতেন রাজিন্দর সিং রাহেলু ৷ পঞ্জাবের জলন্ধর জেলার মেহসামপুর গ্রামের বাসিন্দা রাহেলু ছোটবেলা থেকেই প্যারালাইজড ৷ মাত্র 8 মাস বয়েসে পোলিও আক্রান্ত হন তিনি ৷

2012 লন্ড প্যারা অলিম্পিকস

গিরিশা নাগরাজগোওদা, রুপো জয়ী

লন্ডন প্যারাঅলিম্পিকসে ভারতের হয়ে একমাত্র পদক জয়ী ছিলেন গিরিশা নাগরাজগোওদা ৷ পুরুষদের হাই জাম্প বিভাগে 1.74 মিটার লাফিয়ে রুপো জেতেন তিনি ৷ দুর্বল বাঁ পা নিয়ে তিনি প্রথম ভারতীয় হিসেবে প্যারাঅলিম্পিকসে হাই জাম্পে পদক জেতেন ৷

আরও পড়ুন :Afghan Para-athlete: কাবুল থেকে বেরোনোর পথ নেই, ছারখার জাকিয়ার প্যারালিম্পিকসের স্বপ্ন

2016 রিও অলিম্পিকস

দেবেন্দ্র ঝাঝারিয়া, সোনা জয়ী

2016 সালে ঝাঝারিয়া তাঁর নাম ইতিহাসের পাতায় তোলেন ৷ যখন তিনি 2004 সালে এথেন্স প্যারা অলিম্পিকসে তাঁর নিজের করা রেকর্ড ভাঙেন ৷ যেখানে তিনি 63.97 মিটার জ্যাভলিন ছুড়ে দ্বিতীয়বার ভারতের হয়ে জ্যাভিলন থ্রোয়ে সোনা জেতেন ৷ প্রথম ভারতীয় হিসেবে প্যারাঅলিম্পিকসে দু’বার জ্যাভলিনে সোনা জেতেন ৷

মারিয়াপ্পান থাঙ্গাভেলু, সোনা জয়ী

রিও প্যারাঅলিম্পিকসে ভারতের হয়ে দ্বিতীয় সোনা জেতেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু ৷ তিনি হাইজাম্প বিভাগে 1.89 মিটার লাফিয়ে সোনার পদক জেতেন ৷ তামিলনাড়ুর সালেম জেলার বাসিন্দা তিনি ৷ মাত্র 5 বছর বয়সে একটি বাস তাঁর পায়ের উপর দিয়ে চলে যায় ৷ তার পর থেকে তিনি চলার ক্ষমতা হারিয়ে ফেলেন ৷ টোকিয়ো অলিম্পিকসে তিনি দ্বিতীয়বার সোনার মেডেল জয়ের জন্য নামবেন ৷

দীপা মালিক, রুপো জয়ী

ভারতের হয়ে প্যারাঅলিম্পিকসে মেডেল জেতা প্রথম মহিলা অলিম্পিয়ান হলেন দীপা মালিক ৷ তিনি মহিলাদের শট পুট ইভেন্টে 4.61 মিটার থ্রো করে রুপোর পদক জেতেন ৷ তাঁর কোমরের নিচ থেকে সম্পূর্ণভাবে প্যারালাইজড ৷ তিনি হুইলচেয়ারে করে চলাফেরা করেন ৷ দীপা বর্তমানে ভারতের প্যারাঅলিম্পিকস কমিটির সভাপতি পদে রয়েছেন ৷

বরুণ সিং ভাটি, ব্রোঞ্জ জয়ী

রিও প্যারাঅলিম্পিকসে বরুণ সিং ভাটি হাইজাম্প বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন ৷ মারিয়াপ্পান থাঙ্গাভেলুর সঙ্গেই তিনি প্রতিযোগিতায় নেমেছিলেন ৷ যেখানে থাঙ্গাভেলু সোনা জেতেন এবং বরুণ সিং ভাটি 1.86 মিটার লাফিয়ে ব্রোঞ্জ মেডেল নিজের নামে করেন ৷ 2016 রিও প্যারাঅলিম্পিকসই ভারতের পক্ষে এখনও পর্যন্ত সেরা পারফরমেন্স ৷

ABOUT THE AUTHOR

...view details