টোকিয়ো, 25 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের দ্বিতীয় দিনে ভারতীয় মেয়েরা দুরন্ত পারফরমেন্স করেন ৷ ভারতের প্রথম পদক জেতেন মীরাবাঈ চানু ৷ টেবিল টেনিসের দ্বিতীয় রাউন্ডে ওঠেন সুতীর্থা মুখোপাধ্যায় ৷ তৃতীয় দিনেও ভারতীয় মেয়েরা দাপট দেখাবে বলেই আশা করেছিল দেশবাসী ৷ তবে দিনের শুরুতেই হতাশ করলেন মনু ভাকের ও যশস্বিনী সিং দেশওয়াল ৷ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলর ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারলেন না এই ভারতীয় শ্যুটাররা ৷
যোগ্যতা নির্ণয়কারী পর্বে মনু ভাকের শেষ করলেন 12 তম স্থানে ৷ এক ধাপ পরে অর্থাৎ 13 তম স্থানে শেষ করলেন যশস্বিনী সিং দেশওয়াল ৷ ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য প্রথম 8 স্থানে থাকতে হত ৷ কিন্তু দুই ভারতীয় শ্যুটারই সেই স্থান দখল করতে পারেননি ৷ তবে পদক জয়ের দৌড় থেকে এই দুই মহিলা শ্যুটার ছিটকে গেলেও দৌড়ে আছেন দুই পুরুষ শ্যুটার মিরাজ আহমেদ খান ও অঙ্গদ বাজোয়া ৷