পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : আর্টিস্টিক জিমন্যাস্টিকের ফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ প্রণতি - ফাইনালের যোগ্যতা অর্জন করা হল না বাঙালি জিমন্যাস্ট প্রণতি নায়েকের

ফ্লোর এক্সারসাইজে প্রণতি স্কোর করেন 10.633 ৷ ভল্টে স্কোর করেন 13.466 ৷ তারপরই তাঁর স্কোর কমতে থাকে ৷ আনইভেন বারস ও ব্যালেন্স বিমে যথাক্রমে 9.033 ও 9.433 স্কোর করেন ৷

প্রণতি নায়েক
প্রণতি নায়েক

By

Published : Jul 25, 2021, 9:14 AM IST

Updated : Jul 25, 2021, 1:44 PM IST

টোকিয়ো, 25 জুলাই : গতকাল এক বাঙালি মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায় টেবিল টেনিসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ৷ কিন্তু আজ আরেক বাঙালি মেয়ে প্রণতি নায়েক পারলেন না ৷ আর্টিস্টিক জিমন্যাস্টিকের অল রাউন্ড ফাইনালের যোগ্যাতা অর্জন করতা পারলেন না প্রণতি ৷

সাবডিভিশন ওয়ানে মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টের চারটি বিভাগ মিলিয়ে প্রণতি স্কোর করেন 42.565 ৷ শেষ করেন 12 তম স্থানে ৷ ইতালির জিমন্যাস্ট অ্যালিস ড্যামাটো যোগ্যতা অর্জন রাউন্ডে সবার উপরে শেষ করেন ৷ তিনি স্কোর করেন 54.199 ৷ জাপানের মাই মুরাকামি দ্বিতীয় স্থানে শেষ করেন ৷

ফ্লোর এক্সারসাইজে প্রণতি স্কোর করেন 10.633 ৷ ভল্টে স্কোর করেন 13.466 ৷ তারপরই তাঁর স্কোর কমতে থাকে ৷ আনইভেন বারস ও ব্যালেন্স বিমে যথাক্রমে 9.033 ও 9.433 স্কোর করেন ৷

আরও পড়ুন : Tokyo Olympics : পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন মনু ভাকের ও যশস্বিনী সিং দেশওয়াল

গতকাল মেয়েদের দিন হলেও আজ সকাল থেকে ব্যর্থ ভারতীয় মেয়েরা ৷ একমাত্র পি ভি সিন্ধু পরের রাউন্ডে গিয়েছেন ৷ দিনের শুরুতে শ্যুটিংয়ে ব্যর্থ হন মনু ভাকের ও যশস্বিনী সিং ৷ তারপর প্রণতি ও শেষে সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না জুটিও ব্যর্থ হন ৷

Last Updated : Jul 25, 2021, 1:44 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details