টোকিয়ো, 25 জুলাই : গতকাল এক বাঙালি মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায় টেবিল টেনিসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ৷ কিন্তু আজ আরেক বাঙালি মেয়ে প্রণতি নায়েক পারলেন না ৷ আর্টিস্টিক জিমন্যাস্টিকের অল রাউন্ড ফাইনালের যোগ্যাতা অর্জন করতা পারলেন না প্রণতি ৷
সাবডিভিশন ওয়ানে মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টের চারটি বিভাগ মিলিয়ে প্রণতি স্কোর করেন 42.565 ৷ শেষ করেন 12 তম স্থানে ৷ ইতালির জিমন্যাস্ট অ্যালিস ড্যামাটো যোগ্যতা অর্জন রাউন্ডে সবার উপরে শেষ করেন ৷ তিনি স্কোর করেন 54.199 ৷ জাপানের মাই মুরাকামি দ্বিতীয় স্থানে শেষ করেন ৷