টোকিয়ো, 4 অগস্ট : টোকিয়ো আলিম্পিকসে দিনের শুরুতেই ভাল খবর ভারতের ৷ জ্যাভলিন থ্রো-র ফাইনালে যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া ৷ নিজের প্রথম থ্রোয়েই যোগ্যতা অর্জন করলেন ভারতের এই জ্যাভলিন থ্রোয়ার ৷
যোগ্যতা অর্জনের জন্য 83.50 মিটার থ্রো করতে হত, অথবা দুটি গ্রুপ মিলিয়ে প্রথম 12-র মধ্যে থাকতে হত ৷ গ্রুপ এ -র প্রতিযোগিতায় নিজের প্রথম থ্রোয়েই যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় দূরত্ব অতিক্রম করে নেন নীরজ ৷ ভারতীয় অ্যথলিট নীরজ প্রথম থ্রো করেন 86.65 মিটার ৷