কলকাতা, 9 অগস্ট : সূর্যোদয়ের দেশে অলিম্পিক প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করার পর ভারতে ফিরে এলেন ক্রীড়াবিদরা ৷ সোমবার বিকেলে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ভারতীয় দল ৷
এবারের টোকিয়ো অলিম্পিকসে (Tokyo Olympics) ভারত সর্বকালের সেরা পারফর্ম করেছে ৷ মোট সাতটি পদক এসেছে ৷ তার মধ্যে একটি সোনা ৷ যা পেয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra) ৷ 13 বছর পর ভারত অলিম্পিকসে সোনা পেল ৷ আর এই প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সোনা এল ৷
আরও পড়ুন :Cricket : বিশ্বকাপজয়ী ক্রিকেটার এখন সবজি বিক্রেতা, টোকিয়োর আলোর পাশে অন্ধকারের ছবি
ক্রীড়াবিদদের বিমানবন্দরে স্বাগত জানান স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের ডিরেক্টর জেনারেল সন্দীপ প্রধান৷ তাঁর সঙ্গে ছিলেন ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রধান আদিল সুমারিওয়ালা৷ পরে সরকারের তরফে ওই খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হবে৷ সেখানে থাকবেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর৷
তাই সোমবার মূল আকর্ষণ ছিল নীরজকে ঘিরে ৷ দিল্লি বিমানবন্দরে তাঁকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷ নীরজকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে পৌঁছে যান বিজেপি (BJP) সাংসদ তথা কেন্দ্রের শাসক দলের যুব সংগঠনের জাতীয় সভাপতি তেজস্বী সূর্য (Tejasvi Surya) ও ওই সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক তথা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista) ৷