টোকিয়ো , 28 জুলাই : শেষ ষোলোয় পৌঁছালেন তিরন্দাজ প্রবীণ যাদব ৷ রাউন্ড অফ 32-র লড়াইয়ে হারালেন রাশিয়ান অলিম্পিকস কমিটির প্রতিযোগী গ্লাসান বাজারহাপোভকে ৷ খেলার ফলাফল 6-0 ৷
প্রথম সেট থেকেই ছন্দে ছিলেন প্রবীণ ৷ তিনটি সেটের 3 নম্বর তিরে প্রত্যেকটি বুলস আইয়ে হিট করেন এই ভারতীয় তিরন্দাজ ৷ মোট তিন সেটের খেলাতেই প্রতিযোগীকে উড়িয়ে দেন তিনি ৷ তিনটি সেটে তিনি মোট স্কোর করেন 85 ৷ অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী তিনটি সেটে মোট স্কোর করেন 78 ৷