নয়াদিল্লি, 4 অগস্ট : 2024 প্যারিস অলিম্পিকস (2024 Paris Olympics)-এ অংশ নেবেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু (PV Sindhu) ৷ সেখানে একশো শতাংশ সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তিনি ৷ টোকিয়ো অলিম্পিকস থেকে দেশে ফিরে সংবাদ সংস্থা এএনআই-কে এমনই জানালেন ব্রোঞ্জ জয়ী পি ভি সিন্ধু ৷ তবে, এই সাফল্যের পিছনে তাঁর সব কোচের কিছু না কিছু অবদান রয়েছে বলে জানিয়েছেন সিন্ধু ৷ তাঁর মতে, প্রত্যেক কোচের আলাদা কিছু স্কিল এবং কৌশল থাকে ৷ তাঁদের থেকে প্রতি মুহূর্তে তিনি শিখেছেন ৷ আর তার ফলস্বরূপ এই সাফল্য বলে জানিয়েছেন সিন্ধু ৷
টোকিয়ো অলিম্পিকসের আসর থেকে মঙ্গলবার দেশে ফিরেছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা ৷ সঙ্গে ছিলেন তাঁর কোচ পার্ক এবং ফিটনেস ট্রেনার ৷ তাঁদের সঙ্গে নিয়ে দিল্লিতে কিরেণ রিজিজু-র সঙ্গে দেখা করতে যান সিন্ধু ৷ প্রসঙ্গত, ভারতীয় অ্যাথলিটরা টোকিয়ো অলিম্পিকসে রওনা দেওয়ার সময় ভারতের যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের মন্ত্রী ছিলেন কিরেণ রিজিজু ৷ 7 জুলাই ওই মন্ত্রকের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান অনুরাগ ঠাকুর ৷ সেই কারণে, কিরেণ রিজিজু-র সঙ্গে দেখা করে অলিম্পিকসে জেতা ব্রোঞ্জ মেডেল এর সঙ্গে ছবি তোলেন দু’জনে ৷
সেখানেই সংবাদ সংস্থাকে পি ভি সিন্ধু জানিয়েছেন, তিনি 2024’র প্যারিস অলিম্পিকস খেলবেন ৷ তিনি বলেন, ‘‘আমি অবশ্যই প্যারিস অলিম্পিকস খেলব এবং নিজের সেরাটা দিয়ে 100 শতাংশ চেষ্টা করব ৷ আমাদের হাতে অনেক সময় রয়েছে ৷ তবে, এখন আমি এই মুহূর্তটাকে উপভোগ করতে চাই ৷’’