টোকিয়ো, 28 জুলাই : টোকিয়ো অলিম্পিকসে মহিলা হকিতে পুল এ-র ম্যাচে নেদারল্যান্ড, জার্মিনির পর গ্রেট ব্রিটেনের কাছেও লজ্জার হার ভারতের মেয়েদের ৷ আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনের কাছে 4-1 গোলে হারল রানি রামপালের দল ৷
ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই দাপট দেখায় গ্রেট ব্রিটেন ৷ খেলা শুরু হওয়ার মাত্র 2 মিনিটেই গোল করে ম্যাচের রাশ হাতে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ গোল করেন হান্না মার্টিন ৷ ম্যাচের 11 মিনিটে ফের পেনাল্টি কর্নার পায় ব্রিটেন ৷ তবে এক্ষেত্রে অ্যান্সলের শট বাঁচিয়ে দেন ভারতীয় গোলরক্ষক ৷ এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে ভারত ৷ 12 মিনিটে পেনাল্টি কর্নার পায় ওমেন ইন ব্লুজরা ৷ তবে গুরজিত কাউরের শট বাঁচিয়ে দেন ব্রিটিশ গোলরক্ষক ৷ প্রথম কোয়ার্টার শেষ হয় 1-0 গোলে ৷
দ্বিতীয় কোয়ার্টারেও অব্যাহত থাকে ব্রিটেনের আক্রমণ ৷ ম্যাচের 19মিনিটে ফের গোল করে দলকে এগিয়ে দেন সেই হান্না মার্টিন ৷ তবে এবারও ম্যাচে ফেরার চেষ্টা করে রানি রামপালরা ৷ এই সময় গ্রিন কার্ড দেখেন ব্রিটেনের সারা রবার্টসন ৷ 23 মিনিটে পেনাল্টি কর্নার পায় ভারত ৷ গোল করেন শর্মিলা দেবী ৷ দ্বিতীয় কোয়ার্টার শেষে গ্রেট ব্রিটেন 2-1 গোলের ব্যবধানে এগিয়ে থাকে ৷