কলকাতা, 15 সেপ্টেম্বর : টোকিয়ো অলিম্পিকসে সোনা জিতেছেন মাস দেড়েকও হয়নি ৷ দেশবাসী এখনও তাঁর সোনা জয়ে বিভোর ৷ তিনি অবশ্য পরের লক্ষ্যে অবিচল ৷ মঙ্গলবারই কলকাতায় পা-রেখেছেন 'সোনার ছেলে' নীরজ চোপড়া ৷ বুধবার লালবাজারে এসে আবেগে ভাসলেন বছর তেইশের এই তরুণ। কীভাবে কলকাতা মতো মেট্রো শহরের আইনব্যবস্থা থেকে শুরু করে ট্র্যাফিকব্যবস্থা সামলানো হয়, কমিউনিটি পুলিশিংয়ের কাজ কীভাবে হয়, তা জেনে সত্যি ম্লান হাসি হাসেন নীরজ।
অলিম্পিকসে সোনা জয়ের পরে প্রথমবার তিলোত্তমায় পা-রাখেন নীরজ ৷ এদিন কলকাতায় এক অনুষ্ঠানে নিজের সাফল্যের পিছনে পরিবারের সমর্থন এবং ত্যাগ স্বীকারের কথা জানিয়েছেন তিনি। জ্যাভলিনের বাইরে ভলিবল খেলতে ভালবাসেন। এখনও সুযোগ পেলেই ভলিবল খেলতে নেমে পড়েন । তার এই ক্রীড়াপ্রেম নিয়ে প্রথমে পরিবার আপত্তি করলেও পরে উৎসাহ দিয়েছে । নীরজের অলিম্পিকস সাফল্য ভারতীয় খেলাধুলোর প্রতি সাধারণের দৃষ্টিভঙ্গির বদল ঘটিয়েছে, এ বিযয়ে কোনও সন্দেহ নেই ৷ তিনি শুধু ক্রীড়াবিদ নন, সেনাবাহিনীর সেলিব্রেটি সদস্যও। তাই কলকাতা পুলিশের হেড কোয়ার্টারে এসে একটু বেশি আপ্লুত হন হরিয়ানার এই তরুণ ৷