কলকাতা, 3 অগস্ট : না, 1980 সালের মস্কো অলিম্পিকসের পুনরাবৃত্তি হল না টোকিয়োতে ৷ সেমিফাইনালে বিশ্বের একনম্বর বেলজিয়ামের কাছে 5-2 গোলে হেরে সোনা-রুপোর দৌড় থেকে ছিটকে গিয়েছে ভারত ৷ তবে শ্রীজেশদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছে দেশ ৷ সোনা বা রূপো জয় সম্ভব না হলেও ব্রোঞ্জ পাওয়ার জোরালো সুযোগ আছে ভারতের সামনে ।
Tokyo Olympic : সেমিতে হারলেও লড়াকু ভারতের প্রশংসা প্রাক্তন অলিম্পিয়ানদের গলায় - 1980 সালের মস্কো অলিম্পিকসের পুনরাবৃত্তি হল না টোকিয়োতে
সেমিফাইনালে হারলেও ভারতীয় পুরুষ হকি দল নিয়ে হতাশ নন দুই অলিম্পিয়ান ভরত ছেত্রী এবং বীরবাহাদুর ছেত্রী । দুই অলিম্পিয়ান ভারতীয় দলের অলিম্পিকে পারফরম্যান্স খুব কাছ থেকে দেখেছেন । ফলে দেশের হকির ওঠা নামার গ্রাফটা তাঁদের চোখে পরিষ্কার । বেলজিয়ামের কাছে পরাজিত হলেও ভারতীয় দলের লড়াকু মেজাজটা মনে ধরেছে ভরত ছেত্রীর ।
![Tokyo Olympic : সেমিতে হারলেও লড়াকু ভারতের প্রশংসা প্রাক্তন অলিম্পিয়ানদের গলায় লড়াকু ভারতের প্রশংসা প্রাক্তন অলিম্পিয়ানদের গলায়](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12657566-thumbnail-3x2-th.jpg)
তবে সেমিফাইনালে হারলেও ভারতীয় পুরুষ হকি দল নিয়ে হতাশ নন দুই অলিম্পিয়ান ভরত ছেত্রী এবং বীরবাহাদুর ছেত্রী । দুই অলিম্পিয়ান ভারতীয় দলের অলিম্পিকে পারফরম্যান্স খুব কাছ থেকে দেখেছেন । ফলে দেশের হকির ওঠা নামার গ্রাফটা তাঁদের চোখে পরিষ্কার । বেলজিয়ামের কাছে পরাজিত হলেও ভারতীয় দলের লড়াকু মেজাজটা মনে ধরেছে ভরত ছেত্রীর । বলছেন,"বেলজিয়ামের বিরুদ্ধে টক্কর দিয়ে লড়াই করেছে ভারতীয় দল। কিন্তু থার্ড কোয়ার্টারে অতিরিক্ত ডিফেন্স করতে গিয়েই চাপ নিয়ে ফেলল । অথচ একটা সময় এগিয়ে ছিল । যাই হোক যেভাবে আমাদের ছেলেরা খেলছে তা প্রশংসনীয় । ব্রোঞ্জ পাওয়ার সুযোগ রয়েছে । তাই সব ভুলে সেই উদ্দেশ্যে ঝাঁপানোর কথা বলব ।"
আরও পড়ুন : 15 অগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রীর বিশেষ অতিথি ভারতীয় অলিম্পিয়ানরা
আরেক অলিম্পিয়ান বীরবাহাদুর ছেত্রীও ভারতীয় পুরুষ হকি দলের পারফরম্যান্সের প্রশংসা করলেন । বলছেন, আধুনিক হকি বদলে গিয়েছে । সেই বদলের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে বর্তমান প্রজন্ম । বলেন, "অলিম্পিকে ব্রোঞ্জ পেলেও সেটা কৃতিত্বের । যেভাবে ছেলেরা খেলল তা দেখে আমি গর্বিত । প্রতিটি বিভাগে পাল্লা দিয়েছে । আমাদের হকি ঘুরে দাঁড়াচ্ছে বলতে পারি ৷ ’’
TAGGED:
Tokyo Olympic