টোকিয়ো , 28 জুলাই : তরুণদীপের পর অলিম্পিকস থেকে বিদায় নিলেন ভারতের আরেক তিরন্দাজ প্রবীণ যাদব ৷ শেষ ষোলোর লড়াইয়ে হারলেন আমেরিকার তিরন্দাজ এলিসন বার্ডির কাছে ৷ খেলার ফলাফল 6-0 ৷
আশা জাগিয়ে শেষ ষোলোয় পৌঁছেছিলেন প্রবীণ ৷ রাউন্ড অফ 32-র লড়াইয়ে 6-0 ব্যবধানে হারান রাশিয়ান অলিম্পিকস কমিটির প্রতিযোগী গ্লাসান বাজারহাপোভকে ৷
শেষ ষোলোর লড়াইয়ে তিন সেটেই শেষ হল খেলা ৷ তিন সেটে মোট 76 স্কোর করলেন তিনি ৷ অন্যদিকে এলিসন বার্ডি তিন সেটে মোট স্কোর করেন 81 ৷ শেষ ষোলোর লড়াইয়ে ছন্দেই পাওয়া যায়নি প্রবীণকে ৷
আরও পড়ুন : Tokyo Olympics : অলিম্পিকসে করোনার ছায়া, নতুন করে আক্রান্ত 16
অন্যদিকে রাউন্ড অফ 32-র লড়াইয়ে প্রথম সেট থেকেই ছন্দে ছিলেন প্রবীণ ৷ তিনটি সেটের 3 নম্বর তিরে প্রত্যেকটি বুলস আইয়ে হিট করেন এই ভারতীয় তিরন্দাজ ৷ মোট তিন সেটের খেলাতেই প্রতিযোগীকে উড়িয়ে দেন তিনি ৷ তিনটি সেটে তিনি মোট স্কোর করেন 85 ৷ অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী তিনটি সেটে মোট স্কোর করেন 78 ৷