পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : ভূমিকম্পে কাঁপল অলিম্পিক ভিলেজ, নিরাপদে অ্যাথলিটরা - জাপানে 6 মাত্রার ভূমিকম্প, নিরাপদে অ্যথলিটরা

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6 ৷ তারপরই জাপানে সতর্কতা জারি করা হয়েছে ৷ জাপানের আবহাওয়া দফতরের তরফে যদিও সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি ৷ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে 5টা নাগাদ কম্পন অনুভূত হয় ৷

জাপানে 6 মাত্রার ভূমিকম্প
জাপানে 6 মাত্রার ভূমিকম্প

By

Published : Aug 4, 2021, 9:27 AM IST

টোকিয়ো , 4 অগস্ট : ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের অলিম্পিক ভিলেজ ৷ বুধবার সকালে জাপানের উপকূলে কম্পন অনুভূত হয় ৷ আতঙ্কিত হয়ে পড়েন অ্যাথলিটরা ৷

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6 ৷ তারপরই জাপানে সতর্কতা জারি করা হয়েছে ৷ জাপানের আবহাওয়া দফতরের তরফে যদিও সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি ৷ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে 5টা নাগাদ কম্পন অনুভূত হয় ৷ ভূমিকম্পের কেন্দ্র, ভূপৃষ্ট থেকে 40 কিলোমিটার নীচে বলে আবহাওয়া দফতর জানিয়েছে ৷

আরও পড়ুন : Tokyo Olympics : লভলিনার জন্য প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা মুখ্যমন্ত্রীর, ম্যাচ চলাকালীন বন্ধ থাকবে বিধানসভা

স্থানীয়দের তথ্য অনুযায়ী 20 সেকেন্ড থেকে 3 মিনিট পর্যন্ত কম্পন অনুভূত হয় ৷ যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷ হাসাকি শহরের কাছে জলের 6 মাইল নীচে প্রথম কম্পন হয় ৷ যা টোকিয়ো থেকে 75 মাইল দূরে ৷

ABOUT THE AUTHOR

...view details