কাবুল, 17 অগস্ট : প্রথম আফগান মহিলা হিসেবে প্যারালিম্পিকসে অংশ নেওয়ার স্বপ্নে বুঁদ ছিলেন ৷ খেতে, ঘুমোতে টোকিয়োর স্বপ্ন আচ্ছন্ন করে রেখেছিল তাঁকে ৷ তারপর এল তালিবান ৷ দখল করে নিল তাঁর সুন্দর দেশটা ৷ তাতেই স্বপ্ন পরিণত হল দুঃস্বপ্নে ৷ বছরের পর বছর ধরে লালন করা স্বপ্ন এক লহমায় ভেঙে গিয়েছে 23 বছরের প্যারা অ্যথলিট জাকিয়া খুদাদাদির ৷
সবকিছু স্বাভাবিক থাকলে আফগানিস্তানের ক্রীড়া জগতে ইতিহাস গড়তে পারতেন জাকিয়া খুদাদাদি ৷ এর আগে আফগানিস্তানের কোনও মহিলা প্যারা অ্যাথলিট প্যারালিম্পিকসে অংশ নেওয়ার সুযোগ পাননি ৷ তাইকোন্ড খেলোয়াড় জাকিয়ার সেই সৌভাগ্য হয়েছিল ৷ ওয়াইল্ড কার্ডের মাধ্যমে টোকিয়ো প্যারালিম্পিকসে সুযোগ পেয়েছিলেন ৷ ডিসকাস থ্রোয়ার হোসেন রাসৌলির পর দ্বিতীয় আফগান খেলোয়াড় এবং প্রথম মহিলা হিসেবে টোকিয়ো প্যারালিম্পিকসে অংশ নেওয়া পাকা ছিল হেরাতের বাসিন্দা জাকিয়ার ৷ চলছিল জোরদার প্রস্তুতি ৷ কিন্তু কোথা থেকে কী হয়ে গেল ! সবকিছু দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে জাকিয়ার ৷
তালিবানরা আফগানিস্তান দখল করতেই জাকিয়াদের দুঃসংবাদ দেন আফগানিস্তান প্যারালিম্পিকস কমিটির প্রধান আরিয়ান সাদিকি ৷ তিনি বলেন, "দুর্ভাগ্যজনকভাবে 24 অগস্ট আফগানিস্তানের দু'জন অ্যাথলিট গেমসে অংশ নিতে পারবেন না ৷ বর্তমান পরিস্থিতির জন্য তাঁরা কাবুল থেকে বেরোতে পারছেন না ৷" সোমবার টোকিয়ো যাওয়ার কথা ছিল সাদিকির ৷ আজ মঙ্গলবার জাকিয়া খুদাদাদি ও হোসেন রাসৌলি-র টোকিয়োর টিকিট কাটা ছিল ৷ আরিয়ান সাদিকি জানিয়েছেন, "জাকিয়ারা বিমান ধরার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে ৷ কাবুল থেকে ওদের বের হওয়া অসম্ভব ৷"
প্রথম মহিলা আফগান অ্যাথলিট হিসেবে টোকিয়ো প্যারালিম্পিকসে অংশগ্রহণ করার স্বপ্ন দেখেছিলেন জাকিয়া খুদাদাদি আরও পড়ুন : Afghanistan : রেস্তরাঁয় মহিলাদের সার্ভ করতে দেখেছি, ওদের চরম বিপদ ; আফগানিস্তানের অভিজ্ঞতা শোনালেন হাওড়ার ইঞ্জিনিয়র
অতীতে তালিবান যুগে আফগানিস্তানের খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন না ৷ বিশেষ করে মেয়েরা ৷ 1996 সালে প্রথমবার প্যারালিম্পিকসে অংশ নেয় আফগানিস্তান ৷ কিন্তু পদক আসেনি ৷ আফগানিস্তান প্যারালিম্পিকস কমিটির প্রধান বলছেন, আমার জন্য এটা হৃদয় বিদারক ৷