নয়াদিল্লি, 30 জুলাই : টোকিয়ো অলিম্পিকসে নিশ্চিত হল ভারতের দ্বিতীয় পদক ৷ মহিলা বক্সিংয়ে 69 কেজি বিভাগে সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করলেন লভলিনা বর্গোহায়িন ৷ তাঁর পদক জয় নিশ্চিত হতেই খুশির হাওয়া ভারতের ক্রীড়া মহলে ৷
চাইনিজ তাইপেইয়ের প্রতিযোগী প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নিয়ান-চিন চ্যাংকে হারান অলিম্পিকসে অভিষেক হওয়া লভলিনা ৷ এরপরই ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর, শ্যুটিং কিংবদন্তি অভিনব বিন্দ্রা, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু টুইট করে লভলিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷
অনুরাগ ঠাকুর টুইট করেন, ‘‘ লভলিনা সেমিফাইনালে পৌঁছেছেন ! লভলিনাকে শুভেচ্ছা ৷ সকালে ঘুম থেকে উঠার পর ভারতীয়দের জন্য দারুণ খবর ৷ আমরা টিভির পর্দায় প্রায় আটকে গিয়েছিলাম তোমার খেলা দেখার সময় ৷’’
ভারতের হয়ে অলিম্পিকসে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী অভিনব বিন্দ্রা লেখেন, ‘‘ সুপার, সুপার শো লভলিনা ৷ আর মাত্র দুটি ধাপ ! সোনা জিতে ফের ৷ ’’ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও এই বক্সারের সাফল্যে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘ এটা একটি বড় উপহার ৷ আমাদের এভাবেই গর্বিত করতে থাকো লভলিনা ৷ টোকিয়ো অলিম্পিকসে ভারতের পতাকা আরও উুঁচুতে তুলে ধরো ৷’’
প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুও লভলিনার সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘ ভারত দ্বিতীয় অলিম্পিক পদক নিশ্চিত করেছেন ৷ লভলিনা দারুণ খেলেছেন ৷ লভলিনা সেমিফাইনালে পৌঁছেছেন ৷ এবং স্বর্ণ পদকের জন্য লড়াই করছেন ৷’’
আরও পড়ুন : Tokyo Olympics : ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত, বক্সিংয়ে সেমি-ফাইনালে লভলিনা
বিসিসিআইয়ের সচিব জয় শাহও লভলিনার সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, ‘‘ মহিলা বক্সিংয়ে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন লভলিনা ৷ এবার সোনার জন্য লড়াই করো ৷’’