টোকিয়ো, 7 অগস্ট : বিশ্বকাপ ফুটবলে সাফল্য পেলেও অলিম্পিকস ফুটবলে সাফল্য আসছিল না দীর্ঘদিন ৷ অবশেষে সেই খরা কাটল ৷ পর পর দু'বার অলিম্পিকস ফুটবলে সোনা জিতে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলল ব্রাজিল ৷
2004 এবং 2008 সালে পরপর দু’বার অলিম্পিকসে সোনা জিতেছিল মেসির দেশ আর্জেন্টিনা। এ বার ব্রাজিলও চলে এল সেই তালিকায় । এর আগে 2016 সালে নিজেদেরে দেশে অলিম্পিকসের আসরে সোনা জিতেছিল নেইমারের ব্রাজিল ৷ হ্যাঁ, সেই দলে নেমার ছিলেন ৷ বর্তমান দলে অবশ্য তিনি ছিলেন না ৷ তবু, তরুণ ফুটবলারদের নিয়ে গড়া সেই দলই 2-1 ব্যবধানে হারল স্পেনকে ৷