কলকাতা, 24 জুলাই : স্বপ্নের প্রত্যাবর্তন ৷ টোকিয়ো অলিম্পিকসে মীরাবাঈ চানুর সাফল্যকে ঠিক এভাবেই বর্ণনা করলেন বাংলার তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায় । নিজে তিরন্দাজ হিসেবে অলিম্পিকসে অংশগ্রহণ করেছেন । ফলে অলিম্পিকসের মতো বড় মঞ্চের চাপ, দেশবাসীর আশা-আকাঙ্খা সবকিছুই তাঁর চেনা । তাই রিও অলিম্পিকসের ব্যর্থতার পর মীরাবাঈ চানুর রুপো প্রাপ্তিকে কুর্নিশ জানিয়েছেন দোলা ।
বাংলার এই অলিম্পিয়ান বলছেন, "অলিম্পিকস শুরুর দ্বিতীয় দিনেই পদক আসায় খুব খুশি ৷ একজন মহিলা হয়ে গর্ব অনুভব করছি ৷ আগে ভাবতেও পারতাম না মহিলা ভারোত্তোলন, কুস্তি, বক্সিং এসব খেলতে পারে ৷ কিন্তু দেখতে গেলে এই ধরনের খেলাগুলি থেকেই বেশি পদক আসছে ৷ বক্সিংয়ে মেরি কম ও কুস্তিতে সাক্ষী মালিকের হাত ধরে আগেই পদক পেয়েছি ৷ ভারোত্তোলনে আগেই পদক পেয়েছিলাম ৷ ফের একবার অলিম্পিকসে ভারোত্তোলনে পদক জিতলেন চানু ৷"