ব্যাঙ্কক, 28 জানুয়ারি : করোনা পরবর্তী পরিস্থিতিতে ব্য়াডমিন্টন কোর্টে ফিরলেও, ছন্দে নেই ভারতের তারকা শাটলার পি ভি সিন্ধু ৷ ওয়ার্ল্ড ট্য়ুর ফাইনালস-র গ্রুপের দ্বিতীয় ম্য়াচেও হারলেন তিনি ৷ প্রতিপক্ষ থাইল্য়ান্ডের রাটচ্য়ানক ইনটাননের বিরুদ্ধে 18-21, 13-21 গেমে হারলেন সিন্ধু ৷ তবে, প্রথম গেমে থাইল্য়ান্ডের প্রতিপক্ষকে টক্কর দিয়েছিলেন হায়দরাবাদি শাটলার ৷ একসময় দু’জনের পয়েন্ট ছিল 18-18. সেখান থেকে রাটচ্য়ানক ইনটানন 18-21 পয়েন্ট নিয়ে প্রথম গেম জেতেন ৷
দ্বিতীয় গেমের শুরুতেও দু’জনে সমানে সমানে লড়াই চালাচ্ছিলেন ৷ তবে, কয়েকটি পয়েন্ট পেরনোর পরেই সিন্ধুর থাই প্রতিপক্ষ লিড নিতে শুরু করেন ৷ গিয়ার শিফট করে পি ভি সিন্ধুর উপর চেপে বসেন রাটচ্য়ানক ইনটানন ৷ 43 মিনিটের মধ্য়ে ম্য়াচের ফলাফল সামনে চলে আসে ৷ গ্রুপের প্রথম ম্যাচে সিন্ধু তাইওয়ানের প্রতিপক্ষ তাই তুজ়ু-ইয়ং-এর কাছে 19-21, 21-12 এবং 21-17 গেমে ম্যাচ হারেন ৷