পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

US Open 2021 : যুক্তরাষ্ট্র ওপেনে হার অ্যাশলে বার্টির , পিছিয়ে থেকেও জয় নোভাকের - Shelby Rogers

যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডেই ছিটকে গেলেন বিশ্বের 1নং মহিলা টেনিস তারকা অ্যাশলে বার্তে ৷ মার্কিন প্রতিপক্ষ শেলবে রজারের কাছে 6-2, 1-6, 7-6 (7-5) সেটে হেরেছেন তিনি ৷ চার আগে পুরুষদের বিভাগে পিছিয়ে পড়েও, দারুণভাবে তৃতীয় রাউন্ডের ম্যাচ জিতলেন নোভাক জকোভিচ ৷

World no1 Ashleigh Barty lose 3rd Round of US Open 2021
যুক্তরাষ্ট্র ওপেনে হার অ্যাশলে বার্তের, পিছিয়ে থেকেও জয় নোভাকের

By

Published : Sep 5, 2021, 1:04 PM IST

নিউইয়র্ক, 5 সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্র ওপেনে অঘটন ৷ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন মহিলাদের বিভাগে 1নং ব়্যাঙ্কিং-এ থাকা অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যাশলে বার্টি (Ashleigh Barty) ৷ ভারতীয় সময় শনিবার গভীর রাতে হওয়া ম্যাচে 6-2, 1-6, 7-6 (7-5) সেটে অনামী মার্কিন টেনিস খেলোয়াড় শেলবে রজার্সে (Shelby Rogers)-র কাছে হারলেন অ্যাশলে ৷ ম্যাচে হেরে হতাশ অজি তারকা জাানিয়েছেন, ‘‘ যখন তুমি ম্যাচ জেতার একাধিক সুযোগ পাচ্ছ ৷ কিন্তু, সেই কাজটা শেষ করতে পারছ না, এটা কখনই ভাল লক্ষণ নয় ৷’’

প্রসঙ্গত, প্রথম সেটে মার্কিন প্রতিপক্ষের কাছে 6-2 গেমে হারেন বার্টে ৷ এর পর দ্বিতীয় সেটে দারুণভাবে ফিরে আসেন তিনি ৷ 1-6 গেমে প্রতিপক্ষ শেলবে রজার্সকে কার্যত উড়িয়ে দেন তিনি ৷ কিন্তু, তৃতীয় তথা শেষ সেটে দারুণ লড়াই দেয় অ্যাশলের মার্কিনি প্রতিপক্ষ শেলবে ৷ তিনি 7-6 গেমে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান ৷ টাইব্রেকারে তিনি 7-5 গেমে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা তথা সম্প্রতি উইম্বলডন বিজয়ী অ্যাশলে বার্টিকে হারিয়ে দেন ৷ সেই সঙ্গে চতুর্থ রাউন্ডে প্রবেশ করেন ৷

আরও পড়ুন : Tokyo paralympics 2020 : ব্যাডমিন্টনে রুপো জয় নয়ডার জেলাশাসক সুহাসের

প্রসঙ্গত, দ্বিতীয় এবং তৃতীয় সেটে অ্যাশলে টানা 11 টা গেম জিতেছিলেন ৷ কিন্তু, সেখান থেকে সবাইকে অবাক করে দিয়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসেন শেলবে ৷ যখন মনে করা হচ্ছিল, কয়েক মিনিটের মধ্যে অ্যাশলে তৃতীয় রাউন্ড জিতে চতুর্থ রাউন্ডে পৌঁছে যাবেন ৷ ঠিক তখনই দারুণভাবে ম্যাচে ফিরে আসেন শেলবে রজার্স এবং তৃতীয় সেট টাই করেন ৷ টাইব্রেকারের শুরু থেকেই দুই খেলোয়াড়ের মধ্যে লড়াইটা ভালো চলছিল ৷ কিন্তু, শেষের দিকে অ্যাশলে বার্তেকে হার মানতে বাধ্য করেন শেলবে রজার্স ৷

আরও পড়ুন : Tokyo paralympics 2020 : ব্যাডমিন্টনে সোনা জিতলেন কৃষ্ণ নাগার

হার নিয়ে বিশ্বের 1নং টেনিস তারকা বলেন, ‘‘আমি ম্যাচটি নিজের দিকে ঘোরানোর সুযোগ পেয়েছিলাম ৷ কিন্তু, সেই সুযোগটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছি ৷ অন্যদিকে, গতকাল যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের বিভাগে প্রথম সেটে টাইব্রেকারে হেরে গিয়েও দারুণভাবে ম্যাচ জেতেন এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic) ৷ তিনি 6-7 (4-7), 6-3, 6-3, 6-2 সেটে তৃতীয় রাউন্ডের ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে প্রবেশ করেছেন ৷ এ নিয়ে জাপানের তারকা খেলোয়াড় কেই নিশিকোরিকে টানা 17 বার হারালেন তিনি ৷ 21টি গ্র্যান্ড স্ল্য়াম জেতা নোভাক তাঁর 22 তম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে এগোচ্ছেন ৷

ABOUT THE AUTHOR

...view details